Editors

Slideshows

http://bostonbanglanews.com/index.php/components/com_gk3_photoslide/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

বোস্টনের খবর

বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন"

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭

সুহাস বড়ুয়াঃ (বাপস নিউজ) বোস্টনঃ গত ১৯ শে ফেব্রুয়ারী সন্ধ্যায় বোস্টনের কেমব্রিজ ৩৬৪ রিঞ্জ এভ্যেনিউ মিলনায়তনে বোস্টন  বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের ২০১৭-২০১৮ কার্য বর্ষের জন্য নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

Picture

বিদায়ী সভাপতি শিমুল বড়ুয়া এবং নবাগত সভাপতি দেবাশীষ বড়ুয়ার পালাক্রমিক সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক ধারা বাহিকতায় এই সংগঠন আজ ষোড়শ বর্ষে পদার্পন করে নতুন প্রত্যাশা নিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করছে।

alt

এই সংগঠন বোস্টন প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ এবং তাঁদের নতুন প্রজন্মদের জন্য আড়াই হাজারাধিক বছরের বৌদ্ধ ধর্ম এবং বিকাশমান সংস্কৃতির একটি অনন্য ঠিকানা। পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও কল্যাণময় কাজের মাধ্যমে বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোশিয়েশন আগামী প্রজন্মের জন্য রেখে যাবে গৌরব গাঁথা ইতিহাস ও সমৃদ্ধ বাংলাদেশী বৌদ্ধ সমাজ।

alt

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন সভাপতি যথাক্রমে তরুণ বড়ুয়া এবং সৌমেন্দু বড়ুয়া, প্রাক্তন সহ -সভাপতি রাতুল বড়ুয়া ও উজ্জ্বল বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া এবং নবাগত সাধারণ সম্পাদক প্ৰজয় বড়ুয়া, প্রাক্তন ধর্মীয় সম্পাদক দীপন বড়ুয়া এবং স্বরূপ বড়ুয়া।সংগঠনের শিশুদের লাল গোলাপ অভিনন্দন এবং করতালির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেন বিদায়ী সভাপতি শিমুল বড়ুয়া।   

alt
নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি দেবাশীষ বড়ুয়া,সহ-সভাপতি সুহাস বড়ুয়া, সাধারণ সম্পাদক প্ৰজয় বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক দীপন বড়ুয়া, অর্থ সম্পাদক দীপায়ন বড়ুয়া, ধর্মীয় সম্পাদক অয়ন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রাজু বড়ুয়া, গণমাধ্যম ও প্রচার সম্পাদক প্রবাল বড়ুয়া, নির্বাহী সদস্য শিমুল বড়ুয়া, কল্লোল বড়ুয়া এবং সোহেল বড়ুয়া।অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এতে সংগীত পরিবেশন করেন, শিল্পী স্বরূপ বড়ুয়া, শিমুল বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, শান্তা বড়ুয়া, অন্জু বড়ুয়া এবং পিপলী মুৎসুদ্দী। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


সুরঞ্জিত সেন সেনগুপ্তের মৃত্যুতে নিউইংল্যান্ড আওয়ামী লীগ’র শোক

সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৭

হাকিকুল ইসলাম খোকন,আয়েশ আক্তার রুবি,আমেন আক্তার নিপা,বাপসনিঊজ:নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ও সাধারন সম্পাদক সুহাস বডুয়া এক বিবৃতিতে প্রবীণ বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Picture

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের পার্লামেন্টে তার ন্যায় হাস্য, রশিক ও জ্ঞানদীপ্ত বক্তব্য দেয়ার মতো পার্লামেন্টারিয়ানের অভাব পূরন করতে আমাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে।


বস্টনে ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’র উদ্যোগে ঐতিহ্যবাহী ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭

Picture

বাপ্ নিউজ : বস্টন থেকে : যুক্তরাষ্ট্রের বস্টনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী ‘পিঠা উৎসব’। স্থানীয় সময় রোববার বস্টনের ক্যাম্ব্রিজ এলাকার একটি মিলনায়তনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ উৎসব।বস্টন ও তার আশপাশে বসবাসরত বাংলাদেশিরা তাদের বানানো নানা ধরনের পিঠা নিয়ে এ উৎসবে অংশ নেন।

alt

সংগঠনটির সদস্য এবং উপদেষ্টা বিনয় ভূষণ পাল,উপদেষ্টা আশিষ কুমার দেব, উপদেষ্টা তপন কুমার সাহা,প্রাক্তন প্রেসিডেন্ট অনুপ কুমার দেব এবং সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট বিপ্লব কুমারের পিঠা খাওয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।সুজির পোয়া,ঝাল পিঠা,সাজের পিঠা,আলুর পিঠা,চিতল পিঠা,পাটিসাপটা, দুধপুলি, তালের পিঠার সাথে ছিল  ভর্তা,চিকেন এবং মুখরোচক ঝাল-তরকারি।

alt

এ পিঠা উৎসবের মধ্য দিয়ে প্রবাস-প্রজন্মকে বাঙালির হাজার বছরের ঐতিহ্যেও বার্তা পৌঁছানোর প্রয়াস চালানো হচ্ছে বলে জানান আয়োজকরা। পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠা,খাবার এবং পানীয় সরবরাহ করেছেন অভয়া দেব,তুলিকা ধর,মুক্তা ব্যাপারী,শিল্পী নাথ,অনিতা ভট্টাচার্য,সীমা দেব,মিত্রা নন্দী,চম্পা দাস,শম্পা তালুকদার,মৌমিতা দাস,মৌসুমি দাস,ইলা দে,সুবর্ণা দাসগুপ্ত,বেলি দে  ও পম্পী শীল।


জনপ্রিয় নিউজ পোর্টাল বোষ্টনবাংলানিউজ, কমের সম্পাদক সুহাস বড়–য়ার মা নমিতা বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ

বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ : যুক্তরাষ্ট্রে’র বোষ্টন শহর থেকে প্রকাশিত সর্বপ্রথম এবং একমাত্র বিশ^ব্যাপী সমাদৃত ও জনপ্রিয় দৈনিক নিউজপোর্টাল এবং নিউজ এজেন্সি “বোষ্টনবাংলানিউজ.কম সম্পাদক সুহাস বড়ুয়ার মা নমিতা বড়–য়া(৮৬) গত ২৬ ডিসেম্বর সোমবার বোষ্টনের স্থানীয় সময় বিকাল ৪টা ৪০মিনিট বোষ্টন মেডিকেল সেন্টারে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।

alt

মৃত্যুকালে তিনি ৭ পুত্র ,অসংখ্য নাতী-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন মরহুমা নমিতা বড়ুয়ার মৃত্যুতে জনপ্রিয় দৈনিক নিউজপোর্টাল এবং নিউজ এজেন্সি “বোষ্টনবাংলানিউজ.কম এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রিয় দৈনিক নিউজপোর্টাল এবং নিউজ এজেন্সি “বোষ্টনবাংলানিউজ.কম সম্পাদক মন্ডলীর সভাপতি ওসমান গণি, প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সহযোগী সম্পাদকবৃন্দ বিশ^জিৎ সাহা, নাসিম পারভীন পারু, সামসুল আলম ও আয়েশা আক্তার রুবি।


নিউ ইংল্যান্ড আওয়ামীলীগ,যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়ার মা নমিতা বড়ুয়া মৃত্যু

বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬

বাপ্ নিউজ : বোস্টন থেকে : নিউ ইংল্যান্ড আওয়ামীলীগ,যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়ার মা নমিতা বড়ুয়া গত ২৬ ডিসেম্বর সোমবার বোস্টন এর স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বোস্টন মেডিকেল সেন্টারে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নমিতা বড়ুয়া তার পুত্র সুহাস বড়ুয়ার সাথে দীর্ঘদিন বোস্টনের ডরচেস্টার শহরে বসবাস করে আসছিলেন।

Picture
নমিতা বড়ুয়ার মৃত্যুতে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি ,যুবলীগের সভাপতি সিরাজুম মুনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদা আরভি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সুহাস বড়ুয়ার পরিবারকে যেন সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে উঠার শক্তি দেন এই প্রার্থনা করেছেন।


নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ’র ঈদ-উল-আযহার শুভেচ্ছা

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬

alt

হাকিকুল ইসলাম খোকন,বাপ্ নিউজ : নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক সুহাস বডয়া এক বিবৃতিতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ ও বিশে^র মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এ উপলক্ষে পশু কোরবানীকে অর্থবহ করতে হলে প্রত্যেকের মনের হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পরশ্রীকাতরতা ও নারীর প্রতি কুদৃষ্টি সহ সকল পাশবিক বোধকে কোরবানী করতে হবে। নেতৃবৃন্দ কোরবানী উপলক্ষে বিত্তশালীদের দাম্ভিকতা বাদ দিয়ে গরীব দু:খী মানুষকেও এ আনন্দে অংশীদার করার উদ্যোগ গ্রহনের আহবান জানিয়েছেন।


শহীদ জননী জাহানারা ইমামের জীবনী ছড়িয়ে দেয়ার প্রত্যয় প্রজন্মেদের

সোমবার, ০৮ আগস্ট ২০১৬

হাকিকুল ইসলাম খোকন, মো:নাসির, ওসমান গনি, সুহাস বডুয়া, বাপসনিঊজ:‘শারীরিকভাবে অসুস্থ এবং মুক্তিযুদ্ধে স্বামী ও সন্তান হারানো জাহানারা ইমামের নেতৃত্বে সৃষ্ট গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে একাত্তরের ঘাতকদের বিচার শুরু হয়েছে বাংলাদেশে। শহীদ জননী জাহানারা ইমামের এমন অবিস্মরণীয় জীবন সম্পর্কে প্রবাস প্রজন্মকে অবহিত রাখতে হবে এবং সকলকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রচনায় চলমান কর্মসূচির সাথে একাত্ম থাকতে হবে।’ এসব কথা বলেন ‘আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি’ গ্রন্থের রচয়িতা ও নিউজার্সির কাউন্সিলম্যান ড. নূরন্নবী। শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ আগস্ট শনিবার বস্টনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইংল্যান্ড শাখার উদ্যোগে। এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি ড. বামন দাসগুপ্ত। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিজ্ঞানী ড. জিনাত নবী, হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি এম এ গণি ও সাধারন সম্পাদক সুহাষ বড়য়া, কবি বদিউজ্জামান নাসিম, অর্থনীতিবিদ ড. শিবলী সাদিক প্রমুখ।খবর বাপসনিউজ।
প্রধান অতিথির বক্তব্যে ড. নবী বলেন, ‘জাহানারা ইমামের দেশাত্মবোধ কতটা গভীর ছিল, সে ইতিহাস প্রবাস প্রজন্মকে জানাতে হবে সবিস্তারে। তার সম্পর্কে মানুষ যত জানবে, ততোই উজ্জ্বল হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস।’

alt


শত বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে একাত্তরের ঘাতকদের বিচার শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ড. নবী বলেন, ‘সকল ঘাতকের বিচার শেষ না হওয়া পর্যন্ত সকলকে শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল থাকতে হবে।’সভাপতির বক্তব্যে ড. বামন দাসগুপ্ত বলেন, ‘নতুন প্রজন্মের সন্ত্রাসবাদে সম্পৃক্ত হবার ঘটনাটি সত্যি উদ্বেগজনক। এহেন পরিস্থিতির অবসানে প্রতিটি অভিভাবককে সজাগ থাকতে হবে। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যাতায়াতের সময় কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে-সবকিছু নখদর্পনে রাখতে হবে। সময় থাকতেই পদক্ষেপ না নিয়ে ওদের ফেরানো কঠিন হয়ে পড়বে।’ ‘আইন করে কিছু করা সম্ভব হবে না। প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জঙ্গিবাদ যে কোন ধর্মই সমর্থন করে না-এটি ওদেরকে জানাতে হবে। নীরিহ মানুষ হত্যা করে কেউই জান্নাতে যেতে পারে না-এটি ইসলাম ধর্মেও স্পষ্টভাবে উল্লেখ করেছে-তা নতুন প্রজন্মকে অবহিত করতে হবে।’
সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।


শোলাকিয়ার হামলায় নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ-এর নিন্দা

সোমবার, ১১ জুলাই ২০১৬

হাকিকুল ইসলাম খোকন, ওসমান গনি, সুহাস বডুয়া, বাপসনিঊজ: নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক সুহাস বডয়া এক যৌথ বিবৃতিতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ।খবর বাপসনিঊজ।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক সুহাস বডয়া এক যৌথ বিবৃতিতে বলেন, ‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, ইসলাম না খ্রিস্টান কোনো ধর্মের মানুষ তাতে কিছু এসে যায় না। ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়।’


নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা

সোমবার, ০৪ জুলাই ২০১৬

alt
আয়েশ আক্তার রুবি,বাপসনিঊজ:নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক সুহাস বডয়া এক যৌথ বিবৃতিতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদের আনন্দে যাতে গরীব-দুঃখী সকলেই অংশীদার হতে পারে তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।


ঈদে দ্যা ব্রুকলীন হেনা কোম্পানির বিশেষ ছাড়

রবিবার, ১৯ জুন ২০১৬


IMG 4429FullSizeRender2IMG 4430

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ দ্যা ব্রুকলীন হেনা কোম্পানি ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে । সাউথ এশিয়ান জনপ্রিয় ব্রিডাক মেকআপ, হেয়ার এবং হেনা আর্টিস। ইউরোপ এবং আমেরিকায় নান্দনিক কাজের অভিজ্ঞ সুন্দরী বাঙ্গালী মেয়ে অত্যান্ত যতœ সহকারে এ কাজের জন্য বিশেষ ভাবে প্রসংশীত হয়েছেন। খবর বাপসনিউজ।বিশেষ ছাড় পেতে আগ্রহীদের যোগাযোগ নিউইয়র্ক ফোনঃ ৯১৭-৮৪৯-৯২১১ এবং ইমেলঃ sabiahanif@ gmail.com


ঢাবি’র সাবেক ছাত্র সমিতির অভিষেক ও বর্ষবরন বোস্টনে

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬

ওসমান গনি,সুহাস বডুয়া,বাপসনিঊজ:যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জমকালো পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতির বাংলা নববর্ষ পালন ও অভিষেক অনুষ্ঠিত হয়। গত রবিবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি) এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাপসনিঊজ।
বোস্টনের  সামারভিলের গ্রীক মেরী অর্থোডক্স চার্চে অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি)’র নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় শিশু-কিশোররা।

বোস্টনে ঢাবি’র সাবেক ছাত্র সমিতির অভিষেক ও বর্ষবরন


ডুয়ানির সভাপতি মনির সাজির সভাপতিত্বে এবং  নাসরিন শিবলির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এসকে আকতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিপল এন টেক এর সিইও আইটি বিশেষজ্ঞ আবু হানিপ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এমআইটির এসোসিয়েট প্রফেসর তৌহিদ জামান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অভিষেক, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি এসকে আকতার হোসেন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এটাই উপযুক্ত সময়। যারা দেশে বিনিয়োগ করতে চান কিংবা চিন্তা করছেন বাংলাদেশ দূতাবাস তাদেরকে সর্বপ্রকার সহায়তা প্রদান করবে। বিশেষ অতিথি আবু হানিপ বলেন, যুক্তরাষ্ট্রে চার হাজার বাংলাদেশি যুবককে আইটি প্রশিক্ষন দিয়ে আমরা তাদেরকে ভাল ও উন্নতমানের চাকুরি দিয়েছি। শুধু তাই নয় আমাদের প্রতিষ্ঠানের মাধ্যম্যে শত শত প্রবাসীদের বৃত্তির ব্যবস্থাও করে দিয়েছি। আইটির প্রশিক্ষন নিয়ে জীবনের কঠিন চাকুরি থেকে তিনি নিজেদেরকে রক্ষা করা জন্য প্রবাসীদের তিনি আহবান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সভাপতি মনির সাজি, সাধারন সম্পাদক সৈয়দ সালাম শিলু ও সাবেক সাধারন সম্পাদক সাইমন সাবির। দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি, বৈশাখী নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন বোস্টন প্রবাসী জনপ্রিয় কবি বদিউজ্জামান নাসিম, নিউইয়র্ক প্রবাসী কবি সালেম সুলেরী ও স্থানীয় আবৃত্তিকার জামান। সঙ্গীত পরিবেশন করেন পিয়ারু সাত্তার, কামরুল আলম জুয়েল, সুপর্ণা বিশ্বাস, নাসরীন শিবিলী রুমি ও শিশুশিল্পী রিশপিয়াত সাত্তার জুঁই। শেষপর্বে এক নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রাফেয়া জামান প্রিয়া, রেদওয়ান,আহেমেদি,জাহিন,উর্বানা, নাজিয়া, নাশহাত ও প্রিয়া। অনুষ্ঠানের মাঝে সায়মা আলমের পরিচালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ড. সৈয়দ এ মনসুর এর পরিচালনায় গত ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি)’র দ্বিতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুনির সাজি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট এ সংগঠনের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সৈয়দ সালাম শিলু সাধারন সম্পাদক, সহ-সভাপতি সাইমন সাবির,  সহ-সভাপতি সায়মা আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ শরীফ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদা ইসলাম, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্ম বিষয়ক সম্পাদক নাসিম জাহান, ছাত্র বিষয়ক সম্পাদক রোকেয়া মাহমুদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মীর ফজলুল করিম ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আবুল কালাম।
  অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।