Slideshows

http://bostonbanglanews.com/index.php/components/com_gk3_photoslide/thumbs_small/components/com_gk3_photoslide/thumbs_small/images/plugins/system/mediaobject/js/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

বাপ্ নিউজ : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে : নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তিনি নিজেই ফেইসবুকে দেয়া ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। ফুয়াদ বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি তার দেহে ক্যান্সারের জীবাণু থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

Picture
ফুয়াদ বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যান্সার হচ্ছে সব ক্যান্সারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ফুয়াদ ১৯৮৮ সালে আট বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসেন এবং একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। তিনি সবসময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকেন। ১৯৯৩ সালে তিনি ব্যান্ড দল গঠন করেন। ১৯৯৯ সালে প্রথম ব্যান্ড ভেঙে আরও একটি নতুন ব্যান্ড প্রতিষ্ঠা করেন।


Add comment


Security code
Refresh