Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ইউরোপিয়ান কামিশনে সমাবেশ

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

Picture

স্থানীয় সময় বুধবার"এসোসিয়েশন অব বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম(ABCB)"- র উদ্দ্যেগে ইউরোপিয়ানকমিশনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, তাদের নাগরিকত্ব প্রদান, যাবতীয় ক্ষতিপূরণ, সকল নাগরিক অধিকারসহ তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

alt

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক (সহিদ), স্থানীয় কাউন্সিলর মোতাহের হোসেন চৌধুরী, ইপিবিএ কেন্দ্রীয় সহ সভাপতি মোতালেব খান, ফ্রেন্ডস অফ বাংলাদেশের সভানেত্রী রত্না খান, সহ-সভাপতি সাজিদ কাদেরী ও যুগ্ম সম্পাদক তাসিন হোসাইন।

alt

এছাড়া আরও উপস্থিত ছিলেন এবিসিবি’র এম এম মোর্শেদ, বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নূরে আলম ছিদ্দিকী, ব্রাসেলস কেন্দ্রীয় বাঙালি মসজিদের খতিব সৈয়দ মোদাচ্ছের ও বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়ামের সভাপতি ফিরোজ আহমেদ বাবুল।

alt

উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, সহ সভাপতি রিয়াজ হোসেন, আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নিরঞ্জন রয় ও সামাজিক সংগঠন হ্যান্ড টু হ্যান্ড-এর গোলাম জিলানী জুয়েল। রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে রোডমার্চ করে ফ্রান্স থেকে এসে এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইপিবিএ-এর নেতাকর্মীরা।


Add comment


Security code
Refresh