logo

মাদ্রিদে পিঠা উৎসব

মঙ্গলবার, ০৯ জানুয়ারী ২০১৮

কবির আল মাহমুদ, বাপ্ নিউজ :মাদ্রিদ, স্পেন থেকে : স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সন্ধ্যায় সিটি করপোরেশনের হলে এই পিঠা উৎসব আয়োজন করা হয়।

Picture

সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলা এই পিঠা উৎসব আয়োজন করে। আয়োজনটি উপস্থিত সকলকে কিছুটা সময়ের জন্য হলেও আপ্লুত করে। উৎসবে সিটি করপোরেশনের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

ছবি : উৎসবে পিঠাছবি : উৎসবে পিঠামেলায় ছিল নানা ধরনের পিঠা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ভাপা পিঠা, ভেজিটেবল ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, চাঁদ পাকন পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকন, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, দুধ চিতই, চই পিঠা, পানতোয়া ও পুডিং, নকশা পিঠা, বিবিখানা, ঝাল পিঠা, হাত সেমাই ও পায়েস প্রভৃতি।
ছবি : উৎসবে পিঠাছবি : উৎসবে পিঠাউৎসবের উদ্বোধন করেন কমিউনিটি নেতা ও বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার। পরিচালনা করেন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রো কমিউনিটারিও কাসিনো দে রেইনার পরিচালক বেগনিয়া, রেড ইন্টার লাভাপিয়েসের প্রেসিডেন্ট পেপা টরেস, কর্মকর্তা মাইতে, সিটি করপোরেশনের সেবা কর্মকর্তা ইসাবেল ও ভালিয়েন্তে বাংলার আফরোজা রহমান প্রমুখ।


Copyright © 2010 Boston Bangla Newspaper.