logo

জামালপুরে বন্যার্তদের মাঝে জেএসডি’র ত্রাণ বিতরন বন্যার্ত মানুষের তুলনায় সরকারের ত্রাণ সাহয্য খুবই অপ্রতুল ....আ স ম আবদুর রব

সোমবার, ২৮ আগস্ট ২০১৭

বাপ্ নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব বলেছেন, বন্যার্ত মানুষের তুলনায় সরকারের ত্রাণ সাহায্য খুবই অপ্রতুল। বহু এলাকার বন্যার্ত মানুষ এখনো কোন ত্রাণ সাহায্য পায়নি। তারা ক্ষুধার্ত ও পিপাশার্ত জীবন যাপন করছে। নানাবিধ অসুখ বিসুকে ভুগছে। সরকারের মন্ত্রীরা ত্রাণ সাহায্যের নামে হেলিকপ্টারে ঘুরে যে টাকা ব্যয় করছে তা বন্যার্তদের মাঝে দিলে তাদের অবস্থার আরেকটু উন্নতি হতে পারতো। আমরা গরীব মানুষের দল। আমাদের নেতা কর্মীরা একবেলা না খেয়ে সেই টাকা দিয়ে সামান্য ত্রাণ নিয়ে বন্যার্তদের প্রতি সহানুভুতি জানাতে এসেছি। আপনাদের জানাতে এসেছি, দেশে জনগণের নির্বাচিত সরকার থাকলেও আপনাদের এ দুরাবস্থায় পড়তে হতোনা। আজকের বন্যার পানি শুধু বৃষ্টির পানি নয়, ভারত শুস্ক মওসুমে পানি বন্ধ করে দিয়ে আমাদের ফসলাদি পুড়িয়ে মারে, আর বর্ষাকালে বাঁধের সকল গেট খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। একটি গণভিত্তি সম্পন্ন সরকারই পারে এ বিষয়টি ভারতের সাথে ফয়সালা করতে। এ বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। জনাব রব বন্যার্ত এলাকার বকেয়া সকল কৃষিঋণ মওকুফ, নতুন আবাদের জন্য বিনাসুদে ঋণ প্রদান ও পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত রেশনিং ব্যবস্থা চালু করার দাবী জানান।

জেএসডি সাধারন সম্পাদক জনাব আবদুল মালেক রতন বলেন, দেশের নদ-নদী, বাড়ী-ঘর ও জমিতে বন্যা, আর ষষ্টদশ সংশোধনী বাতিল নিয়ে রাজনীতিতে খরা চলছে। এ অবস্থায় গদি রক্ষা ছাড়া বানভাসি মানুষের পক্ষে দাড়ানোর মানসিকতা সরকারের নেই।

আজ দুপুর ১২ টা থেকে জামালপুরে সদর উপজেলার তিপপালা ইউনিয়নের কামাল খান হাট ফাজিল মাদ্রাসা মাঠ, মেস্টা ইউনিয়নের হাজীপুর আলহাজ¦ জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসা মাঠ ও মেলান্দহ উপজেলার মুক্তি সংগ্রাম যাদুঘর প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন শেষে সাংবাদিক ও সুধীজনের সাথে আলাপকালে নেতৃবৃন্দ এ সকল কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক ও দলের সহ সভাপতি মিসেস তানিয়া রব, যুগ্ম সাধারন সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জামালপুর জেলা জেএসডি’র সভাপতি জনাব আমির উদ্দিন, সাধারন সম্পাদক এ্যাড. তাজ উদ্দিন সবুজসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।


Copyright © 2010 Boston Bangla Newspaper.