Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’ ২২ ডিসেম্বর,সকল প্রস্তুতি সম্পন্ন

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

হাকিকুল  ইসলাম খোকন,বাপসনিঊজ:এনআরবি তারকা এওয়ার্ড ২০১৭ এর বর্ণাঢ্য লাইভ কনসার্টের প্রস্তুতি সম্পন্ন ,সাংবাদিক সম্মিলন করে এমনটি জানালেন শো- টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম ।নিউইযর্কে শিফট নিবেদিত এবং শো-টাইম মিউজিক আয়োজিত এনআরবি তারকা এওয়ার্ড ২০১৭ এর বর্ণাঢ্য লাইভ কনসার্ট অনুষ্ঠানটি আগামী ২২ শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্টিত হবে ।শিফট নিবেদিত এবং শো-টাইম মিউজিক আয়োজিত এনআরবি তারকা এওয়ার্ড ২০১৭ এর বর্ণাঢ্য লাইভ কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে টাইমস টেলিভিশন ও ইউএস বাংলা২৪.কম। কণ্ঠশিল্পী এস আই টুটুল সহ সবাই বর্তমানে এখন যুক্তরাষ্ট্রে অবস্হান করছে।


জমকাল এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এস আই টুটুল, দিনাত মুন্নী, সেফালী সারগাম, মিতুয়া হেমা এবং মডেল ও অভিনেত্রী তমা মির্জা, পিয়া বিপাশা ও জলি প্রমুখ। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, চন্দ্রিকা দে সহ আরো অনেকে। এছাড়াও রয়েছে মাজেদ ডিজাইর এর আকষর্নীয় ফ্যাশন শো।অনুষ্ঠানে প্রবেশমূল্য রয়েছে। ২০ ডলার, ৩৫ ডলার এবং ভিআইপি তিন ধরনের টিকেটের ব্যবস্থা। আসন সংখ্যা সীমিত হওয়ায় টিকেট ফুরিয়ে যাবার পূর্বেই দর্শকশ্রোতাদের এবং আগ্রহীদের টিকেট সংগ্রহ করতে হবে। এবছর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শিফট। পাওয়ার্ড বাই উৎসব কোরিয়ার এবং গ্রান্ড স্পন্সর পিপল্স এন্ড টেক, ডায়মন্ড স্পন্সর বিসমিল্লাহ্ প্লোল্ট্রি, গোল্ড স্পন্সর এনওয়াই ইন্সুরেন্স। এসএমপি’র কর্ণধার আলমগীর খান আলম প্রবাসী সকলকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রন জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য ৬৪৬-৫৪৬-৬০৩৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।


Add comment


Security code
Refresh