Slideshows

http://bostonbanglanews.com/index.php/images/images/templates/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

ঢাকা-নিউইয়ক রাইটার এন্ড জার্নালিষ্ট এসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ :গত  ১২ নভেম্বর ঢাকায় রাইটার এন্ড জার্নালিষ্ট এসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রফেসার ড. মাকসুদ আর চৌধুরী, ইএসকিউ, এটর্নী এট ল, জুরিষ্ট এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় লেখক, সাংবাদিক, কবিদের সরব উপস্থিতিতে রাইটার এন্ড জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসার ড. মাকসুদ আর চৌধুরী, ইএসফিউ, এটর্নী জুরিষ্ট, কার্যকরী সভাপতি এবং সিইও হাকিকুল ইসলাম খোকন, ভাইস প্রেসিডেন্ট মিস ভিক্টরিয়া, মিস নবনিতা চৌধুরী, এমএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিনা  ও সাংগঠনিক সম্পাদক এস এম আলমগীর কবিরকে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। সভায় নিউইয়র্ক থেকে  ভিডিও টেলিকনফারেন্সে অংশ নেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ আরো অনেকে।


আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত হবে রাইটার এন্ড জার্নালিষ্ট এসোসিয়েশন গুরুত্বপূর্ণ বিশেষ সভা হবে বলে জানাগেছে। উল্লেখ্য, প্রগতি ইন্টারন্যাশনাল ইন কর্পোরেশন নিউইয়র্কের ষ্টেট রাজধানী আলবানী যুক্তরাষ্ট্র কর্তৃক ১৯৯৪ সালে  নিবন্ধনকৃত। (এ্যাফিলিয়েট RNO-UNO)। এর সহযোগী সংগঠন সমূহ আইজেএবি টভি, বোষ্টন বাংলা নিঊজ  ডটকম, এন জে বাংলানিউজ ডটকম, কটিয়াদিনিউজ ডটকম, প্রবাসেরনিউজ২৪ ডটকম, রাইটার এন্ড জার্নালিষ্ট সোসাইটি, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন, বাংলাদেশ মানবাধিকার পরিষদ যুক্তরাষ্ট্র, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদ যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, ঢাকা এসোসিয়েশন যুক্তরাষ্ট্র, ময়মনসিংহ বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল জার্নালিষ্ট এন্ড রাইটার এসোশিয়েশন, বাপসনিউজ, এনওয়াইবিডিনিউজ, শিরি শিশু সাহিত্য কেন্দ্র, বনলতা শিল্পী-সাহিত্যিক সাংবাদিক গোষ্ঠী নিউইয়র্ক প্রমুখ।#


Add comment


Security code
Refresh