logo

কানাডায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ ১১ অক্টোবর

মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

কানাডায় অবস্থিত মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি প্রদানের মাধ্যমে জনমত গঠন ও মিয়ানমার সরকারের প্রতি আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আহ্বান করেছে সংগঠনটি।
রোববার বিকেলে ড্যানফোর্থ এভিনিউয়ের রেড হট তন্দুরি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Picture
সভায় আগামী বুধবার, ১১ই অক্টোবর মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি প্রদান এবং 8779 yonge St, Richmond Hill-এ বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে সকল বাংলাদেশিদের উপস্থিত হবার আবেদন জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ রঞ্জন দে। আরও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, আজিজুল মালিক, নাসির উদ দুজা,মোস্তফা কামাল, সওগাত সাগর, মোহাম্মদ মাশুক মিয়া, হাসিনা আখতার জানু, সৈয়দ আব্দুল গাফ্ফার, আজফার সাইয়েদ ফেরদৌস, ফারহানা আজিম শিউলি, রেজা অনিরুদ্ধ,আব্দুস সালাম, সৌমেন সাহা, আজিজুর রহমান প্রিন্স, ফারহানা খান, স্বপন বিশ্বাস, স্বপন সরকার, সোলায়মান তালুত রবিন, রোমান চৌধুরী, ম. হাবীবুল্লাহ, দুলাল পাল, ননী গোপাল দেবনাথ,  ম. জ. রহমান, নয়ন হাফিজ, রিনা বেগম, জান্নাতুল ইসলাম ডালিম সহ আরো অনেকে।


Copyright © 2010 Boston Bangla Newspaper.