logo

আমিরাতে সংহতি সাহিত্য পরিষদের শরতের আড্ডা

শনিবার, ১৪ অক্টোবর ২০১৭

Picture

বাপ্ নিউজ : আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শরতের আড্ডার আয়োজন করেছে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পরিষদের সহ-সভাপতি সাইদা দিবার বাসভবনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।পরিষদের সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত সংহতি সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাইদা দিবা। আড্ডায় শরতের গান কবিতা ও সাহিত্য আলোচনা করা হয়।

alt

আড্ডায় অংশ নেন অধ্যাপক আবদুস সবুর, সাবেক সেনা কর্মকর্তা ও নারী নেত্রী গুলশান আরা, কবি আহমেদ ইফতিখার পাভেল, নৃত্যশিল্পী তিশা সেন, কণ্ঠশিল্পী জাবেদ আহমদ মাসুম, নওজিন স্বর্ণা, সোনিয়া সামিয়া, সঞ্জয় ঘোষ, আমিনুল হক, জাবেদ আহমদসহ আরও অনেকে। আড্ডায় জানানো হয়, আগামী বিজয় দিবসকে সামনে রেখে আমিরাতে বাংলাদেশকে তুলে ধরতে একটি প্রগতিশীল অনুষ্ঠান হাতে নেয়া হয়েছে। এ অনুষ্ঠান সফল করতে আমিরাতে বসবাসরত সব বাংলাদেশিদের সহযোগিতা কামনা করা হয়েছে।


Copyright © 2010 Boston Bangla Newspaper.