Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পল এ ভ্যালন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০১৭

Picture

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ : গত ৭ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে পুণ নির্বাচিত হয়েছেন নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক-১৯ এর কাউন্সিলম্যান পল এ ভ্যালন।

alt

ছবিতে বা থেকে বিয়ানা, হাকিকুল ইসলাম খোকন, দেলওয়ার মানিক, কাউন্সিলম্যান পল এ ভ্যালন এবং জাহাঙ্গীর কবিরকে দেখা যাচ্ছে। ছবি বাপসনিউজ।

মুলধারার এই নির্বাচনে পল এ ভ্যালন-এর নির্বাচনী ক্যাম্পেনের মূলধারার সাথে প্রবাসী বাঙ্গালীদের পক্ষ থেকে নির্বাচনী অফিস ও ক্যাম্পেনে অংশ নেন ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের সদস্য ও কমিনিটি এক্টিভিষ্ট দেলওয়ার মানিক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন কমিনিটি এক্টিভিষ্ট জাহাঙ্গীর কবির এবং রিয়েলেটর ও কমিনিটি এক্টিভিষ্ট নাসির উদ্দিন।

alt

কাউন্সিলম্যান পল ভ্যালন তার ভিক্টুরী পার্টিতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং নির্বাচনী কাজে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

alt

ভিক্টরী  পার্টিতে বক্তব্য রাখেন সাবেক স্পীকার পিটার ভ্যালন। 

alt

মূলধারার রাজনীতিক, সাংবাদিক, কবি, বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিত অতিথি উপস্থিত ছিলেন।

alt

শেষে সবাইকে প্রীতিভোজে আপ্যায়ণ করা হল।


Add comment


Security code
Refresh