Slideshows

http://bostonbanglanews.com/index.php/modules/mod_news_pro_gk1/components/modules/mod_news_pro_gk1/style/templates/gk_twn/media/system/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

বিনোদন

সিডনিতে বিএমএসের মিলনমেলায় গান গাইবেন সাবিনা ইয়াসমিন

শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

Picture

‘এই মন তোমাকে দিলাম’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় গানে গানে মোহিত করতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বিএমএসের পক্ষ থেকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সকল বাংলাদেশি চিকিৎসকদের সপরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জাোনো হয়েছে।
বিএমএসের সাধারণ সম্পাদক ড. মীরজাহান মাজু জানিয়েছেন, সাবিনা ইয়াসমিন সিডনি ছাড়াও আরও দুটো অনুষ্ঠান করবেন ব্রিসবেনে ৩১ মার্চ এবং অ্যাডিলেডে ২ এপ্রিল।


৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন

বুধবার, ১৪ মার্চ ২০১৮

Picture

বিনোদন ডেস্ক: ৯০ এর দশকের খুদে তারকাদের- ৯০ এর দশকের জনপ্রিয় এই ক্ষুদে সেলিব্রিটি দের এখন দেখতে ঠিক কেমন হইয়েছে, তা আপনি না দেখলে কল্পনাও করতে পারবেন না। আজ আপনাদের সামনে তুলেধরছি সেই বলিউডের ক্ষুদে তারকাদের বর্তমান গ্ল্যামারাস লুক –

১। ঊর্মিলা মাৎন্দকর

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন
২। আফতাব শিব্দাসানি

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন
৩। শাহিদ কাপুর

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন
৪। হৃত্বিক রোসান

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন

৫। সানা সাইদ

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন

৬। শ্রীদেবী

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন
৭। আদিত্য নারায়ন

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন
৮। আলিয়া ভাট

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন

৯। হানসিকা মোটওয়ানি

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন
১০। আমির খান

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন

১১। পারজান দাস্তুর

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন

১২। কুনাল খেমু

৯০ এর দশকের খুদে তারকাদের বর্তমান লুক দেখলে আপনি চমকে যাবেন


গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায় চিরবিদায় শ্রীদেবীর

শুক্রবার, ০২ মার্চ ২০১৮

Picture

বাপ্ নিউজ : গার্ড অব অনার আর- বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই মুম্বাইয়ের সেলিব্রেশন স্পট ক্লাবের চারপাশ বিষাদের সঘন ছায়া। অশ্রুসিক্ত ভক্ত ও তারকাদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে গেছে আকাশ।

আজ বিশ্বের অন্যতম দাপুটে গণমাধ্যম সিএনএন শিরোনাম করেছে, ‘বলিউড যদি বিশ্বের বড় চলচ্চিত্র শিল্প হয়, শ্রীদেবী ছিলেন তার রানি’! নানা উপমা আর তাৎপর্যে সেখানে বিশদ জানিয়েছে গণমাধ্যমটি।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

কিন্তু সেলিব্রেশন স্পট ক্লাবে জড়ো হওয়া অশ্রুসজল ভক্তদের কাছে কী ছিলেন শ্রীদেবী? দেবী?

কারও কাছে তিনি দেবীই। তামিলনাড়ুতে জন্ম নেওয়া শ্রীদেবীকে আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান। তামিল ভাষায় ‘আম্মা’ অর্থ ‌‘অতি সম্মানীয়’ বা ‘মা’। শুধু নামিলনাড়ুতেই নয়, এ প্রদেশ ছাড়িয়ে তিনি সম্মান পেয়েছেন সারা পৃথিবীর কোটি মানুষের।দীপিকা, শহিদ, মাধুরী শ্রদ্ধা

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

ভারতীয় চলচ্চিত্রে রাজ করে যাওয়া এ অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে তাই মুম্বাইয়ের সেলিব্রেশন স্পট ক্লাবটি ছিল বিশেষ স্থান। এখানেই শ্রদ্ধা জানানো হয় তাকে।

এরপর চিরবিদায় ও শেষকৃত্যের জন্য তার মরদেহকে আনা হয় ভিল পারলে সেবা সমাধি ও হিন্দু কবরস্থানে। দুটি স্থানে উপচে পড়ে জনতার ঢল। শব যাত্রায় মুম্বাইয়ের রাস্তাগুলো ছিল স্থবির। লাখো মানুষ এসে চিরবিদায় জানায় এই মহাতারকাকে।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

এদিকে সকালে সাড়ে ৯টা থেকে সেলিব্রেশন স্পট ক্লাবে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করা হয় পদ্মশ্রী পদকপ্রাপ্ত এ শিল্পীকে।

লাখো মানুষের দেবীর বিদায়

এরপর একের পর এক তারকা এসে শ্রদ্ধা জানায়। এদের মধ্যে ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, রেখা, অনিল কাপুর, হেমা মালিনী, এশা দেওল, টাবু, মাধুরী দীক্ষিত, রাভিনা, শাবানা আজমি, জাভেদ আখতার, শ্রদ্ধা, সোহা আলি খান, কাজল, অজয় দেবগন, সালমান খান, আরবাজ খান, সোহেল খান, ফারাহ খান, মালাইকা আরোরা, অনিল কাপুর, সোনম কাপুর, অক্ষয় খান্না, সুস্মিতা সেনসহ অনেক বলিউড তারকা।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

রাস্তাগুলো স্থবির হয়ে ছিল

উল্লেখ্য, দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের বাথরুমে ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১১টার দিকে শ্রীদেবীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তবে শেষ পর্যন্ত জানা যায়, অজ্ঞান হয়ে বাথটাবে পড়ে গেলে পানিতে ডুবে মৃত্যু হয় তার।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

বলিউডের অন্যতম অভিনেত্রী শ্রীদেবী। কোনও সুনির্দিষ্ট নায়কের পৃষ্ঠপোষকতা ছাড়াই অনেক সিনেমা ব্যবসা-সফল হয়েছিলো তার অভিনয় দক্ষতায়। তাকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার।

১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্ম নেওয়া শ্রীদেবী একাধারে তামিল, তেলেগু, মালয়লাম, কান্নাডা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

বলিউডে শ্রীদেবীর অভিষেক হয় ‘সোলা শাওন’-এর মাধ্যমে ১৯৭৯ সালে। ২০১৩ সালে চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন তিনি। চাঁদনি, লামহে, মিস্টার ইন্ডিয়া, নাগিনসহ ৯০ দশকের একের পর এক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

অভিনয় থেকে অবসর নিয়েছিলেন ১৯৯৬ সালে। পরে ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন। সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

গার্ড অব অনার আর লাখো ভক্তের ভালোবাসায়  চিরবিদায় শ্রীদেবীর

দুবাই পুলিশ শ্রীদেবীর মৃত্যুর আসল রহস্য প্রকাশ করল!

দুবাই পুলিশ শ্রীদেবীর মৃত্যুর আসল রহস্য প্রকাশ করল!

দুবাই পুলিশ শ্রীদেবীর- দুবাইতে বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি হৃদরোগে মারা গেছেন। তবে দুবাই পুলিশ বলছে অন্য কথা।

দুবাই পুলিশ শ্রীদেবীর ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, হৃদরোগে নয়, বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী ‘দুর্ঘটনাবশত পানিতে ডুবে’ মারা গেছেন। দুবাই পুলিশ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুবাই শহরের একটি বিলাসবহুল হোটেলের বাথরুমে গত শনিবার রাতে শ্রীদেবীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার স্বামী বনি কাপুর বাথটাবে স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে অভিনেত্রীর পারিবারিক সূত্রে আগে জানানো হয়েছিল।

তবে এই মৃত্যুকে ঘিরে ক্রমশ নানা রহস্য দানা বাঁধছে। তিনি ঠিক কীভাবে, কোন পরিস্থিতিতে মারা গেছেন তা নিয়ে অনেক প্রশ্নেরই এখনও উত্তর মিলছে না।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ঘটনা হল, মৃত্যুর প্রায় চল্লিশ ঘন্টা পরেও তার মরদেহ ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি। এবং তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, আসলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কি না!

দুবাইয়ের নামী পত্রিকা খালিজ টাইমস ও গালফ নিউজ উভয়েই রিপোর্ট করেছে, শ্রীদেবীর ময়না তদন্ত রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথাই বলা হয়েছে। তবে এই মৃত্যুর পেছনে কোনও ‘ক্রিমিনাল মোটিভ’ বা অপরাধমূলক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি বলেও খালিজ টাইমস দাবি করেছে।

দুবাইতে ভারতীয় দূতাবাসের একটি সূত্রকে উদ্ধৃত করে তারা আরও জানাচ্ছে, শহরের জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলে স্থানীয় সময় রাত এগারোটা নাগাদ শ্রীদেবীর মৃত্যু হয়।তবে শ্রীদেবীর পারিবারিক সূত্রে ঘটনার যে বিবরণ পাওয়া গিয়েছে, তার সঙ্গে ওই মৃত্যুর সময়ে কিছুটা অসঙ্গতি আছে।

তারা জানিয়েছেন, শ্রীদেবীর স্বামী বনি কাপুর দুবাইতে পরিবারের এক আত্মীয়র বিয়ে সেরে ভারতে ফিরে এসেছিলেন। কিন্তু স্ত্রী শ্রীদেবীকে ‘সারপ্রাইজ ডিনার’ দিতে তিনি শনিবার বিকেলে আবার মুম্বাই থেকে দুবাইতে উড়ে যান।স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়ার জন্য তৈরি হওয়ার আগে শ্রীদেবী নাকি স্নান করতে বাথরুমে ঢোকেন।

কিন্তু মিনিট পনেরো পার হয়ে গেলেও তার কোনও সাড়াশব্দ না-পেয়ে স্বামী বনি কাপুর দরজা ঠেলে বাথরুমে ঢুকে দেখেন – বাথটাবে শ্রীদেবী পড়ে আছেন, তার শরীরে কোনও নাড়াচাড়া নেই।তিনি তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হন, তারপর খবর দেন এক বন্ধুকে। পরে রাত নটা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রীদেবীকে স্থানীয় রাশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃপক্ষ জানায় তাকে ‘মৃত অবস্থায় আনা হয়েছে’। দুবাইয়ের নিয়ম অনুসারে হাসপাতালের বাইরে যে কোনও মৃত্যু হলেই সেখানে ময়না তদন্ত বা ফরেনসিক অনুসন্ধান বাধ্যতামূলক।

সেই প্রক্রিয়ায় অন্তত ২৪ ঘন্টা সময় লাগে বলেই শ্রীদেবীর পরিবার চাওয়া সত্ত্বেও তার মরদেহ রবিবার ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি।

কিন্তু সোমবার বেলা গড়ানোর পরও যখন শ্রীদেবীর ফরেনসিক রিপোর্ট ও ডেথ সার্টিফিকেট পেতে দেরি হতে থাকে, তখন থেকেই তার মৃত্যু নিয়ে নানা জল্পনা শুরু হয়।এর আগে সোমবার সকালেই ভারতের প্রথম সারির পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়া রিোপর্ট করেছিল, শ্রীদেবীর মৃত্যু হৃদরোগেই হয়েছে কি না – এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সোমবার মুম্বাইতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীদেবীর অন্ত্যেষ্টির সব প্রস্তুতি নেওয়া হয়েছিল – লোখান্ডওয়ালাতে তার বাড়ির সামনেও অগণিত ভক্ত-অনুগামী শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন।ফরেনসিক রিপোর্ট আসতে দেরি হওয়ায় সেই সব আয়োজনই অনিশ্চয়তার মুখে পড়ে যায়।

শ্রীদেবীর মরদহে আনতে ভারতের শিল্পপতি ও পারিবারিক বন্ধু অনিল আম্বানি তার প্রাইভেট জেট দুবাইতে পাঠিয়েছিলেন, সেই জেটও বিমানবন্দরে অপেক্ষা করতে থাকে।

অবশেষে সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের জারি করা সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাবশত জলে ডুবেই ভারতীয় নাগরিক ‘শ্রীদেবী বনি কাপুর আইয়াপ্পানে’র মৃত্যু হয়েছে।

তবে এই রিপোর্ট বাইরে আসার সঙ্গে সঙ্গে শ্রীদেবীর মৃত্যু নিয়ে সব জল্পনার অবসান হল তা মোটেও বলা যাবে না – কারণ কীভাবে তিনি জলে ডুবে গেলেন সে প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেল।

শ্রীদেবীর জীবনের যন্ত্রণাময় রহস্য জানা গেল

শ্রীদেবীর জীবনের যন্ত্রণাময় রহস্য জানা গেল

শ্রীদেবীর জীবনের- করেই না ফেরার দেশে চলে গেছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী। প্রিয় অভিনেত্রীর এই হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। শ্রীদেবীর অভিনয় জীবন নিয়ে কিছু বলার অপেক্ষা রাখেনা।

সবাই কম বেশি আমরা জানি তার ক্যারিয়ার সম্পর্কে। তার বর্নীল অভিনয় জীবন সম্পর্কে। তবে জানেন কি? বাস্তব জীবনে মোটেও স্বস্তিতে ছিলেন না শ্রীদেবী। পর্দার সামনের জীবন আর পিছনের জীবনে ছিলো বিস্তর পার্থক্য।

শ্রীদেবীর মৃত্যুর পরে এমনইটাই জানিয়েছেন এই অভিনেত্রীকে খুব কাছে থেকে দেখা এক পরিচালক আনন্দবাজার পত্রিকার এর খবরে উঠে এসেছে এমনই এক তথ্য, সেখানে তিনি বলেন।

কথাগুলো লিখব, না লিখব না, তা নিয়ে নিজের সঙ্গে লড়াই করছিলাম। অনেকের নাম জড়িয়ে। কিন্তু শ্রীদেবীর ভক্তদের সত্যিটা জানা উচিত। সব চেয়ে সুন্দর, সব চেয়ে বড় তারকা! সুন্দর মুখ, দারুণ প্রতিভা, দু’টো সুন্দর মেয়েকে নিয়ে ঝকঝকে পরিবার।

কিন্তু শ্রীদেবী কি সত্যিই খুব সুখী ছিলেন? ওঁর জীবনটা জানলাম দেখা হওয়ার পরে, আমার তেলুগু ছবি ‘ক্ষণ ক্ষণম’ এবং ‘গোবিন্দা গোবিন্দা’-য় কাজ করার সুবাদে। জানলাম, বাবার মৃত্যুর আগে পর্যন্ত উনি ছিলেন মুক্ত বিহঙ্গ। আর বাবা চলে যাওয়ার পরে মায়ের অতিরিক্ত শাসনে খাঁচাবন্দি এক পাখি!

অভিনেত্রী মেয়ে যে পারিশ্রমিক পেতেন, তা সঞ্চয়ের ক্ষেত্রে বন্ধু-আত্মীয়দের উপরে ভরসা করতেন শ্রীদেবীর বাবা। কিন্তু তাঁর মৃত্যুর পরে আত্মীয়রা বিশ্বাসঘাতকতা করেন। সম্পত্তি নিয়ে ধারণা না থাকায় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিপদ বাড়িয়েছিলেন ওঁর মা। ওই সময়ে শ্রীদেবী কপর্দকশূন্য।

জীবনে এলেন বনি। কিন্তু তিনিও ঋণভারে জর্জরিত। শ্রীদেবীর মা আমেরিকায় গিয়ে মস্তিষ্কে ভুল অস্ত্রোপচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন বোন শ্রীলতা। মৃত্যুর আগে মা শ্রীদেবীর নামে সব সম্পত্তি লিখে দিলেও মামলা করেন বোন। দাবি করেন, উইল সইয়ের সময়ে মা প্রকৃতিস্থ ছিলেন না।

অগুনতি ভক্তের প্রিয় নায়িকা আসলে খুব একাকী, নিঃস্ব ছিলেন। থাকার মধ্যে ছিলেন শুধু বনি। তবে বনির মা শ্রীদেবীর উপরেই সংসার ভাঙার দায় চাপিয়ে ছিলেন। পাঁচতারা হোটেলের লবিতে প্রকাশ্যে তাঁর পেটে ঘুষি মেরেছিলেন (যদিও বলা হয়, ঘটনাটির পিছনে ছিলেন বনির প্রথম পক্ষের স্ত্রী মোনা কপূরের মা)।

‘ইংলিশ ভিংলিশ’-এর হঠাৎ ঝলক ছাড়া শ্রীদেবীর জীবন অসম্ভব যন্ত্রণাময়। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ব্যক্তিগত জীবনের ওঠাপ়ড়ায় কুৎসিত সব মুহূর্ত— ওঁর মনে ছিল গভীর সব ক্ষত। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে ওঁকে, যে বেড়ে ওঠাটাই স্বাভাবিক হয়নি। একসময় আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেন।

সবাই বলতেন উনি সুন্দরী। নিজে কি তাই ভাবতেন? হ্যাঁ, ভাবতেন। সব অভিনেত্রীর দুঃস্বপ্ন হল বয়স। উনিও ব্যতিক্রম নন। কসমেটিক সার্জারি করান, যার প্রভাব স্পষ্ট দেখা গেল। নিজের চারপাশে দেওয়াল তুলে দিয়েছিলেন, যাতে কেউ বুঝতে না পারে, ভিতরে কী চলছে।

ওঁর নিরাপত্তাহীনতা যে কেউ বুঝে ফেলবে— আতঙ্কে ভুগতেন। আসলে শ্রীদেবী প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে বন্দি এক শিশু! কখনও বাবা-মা, কখনও স্বামী, বা মেয়েরা— ওঁদের ইচ্ছেতেই চালিত হয়েছেন বরাবর। ক্যামেরার সামনে ‘অ্যাকশন’ আর ‘কাট’-এর মধ্যে ওঁকে শান্তি পেতে দেখেছি। এ বার চিরদিনের শান্তি

রজনীকান্তের জন্য সাতদিন না খেয়ে ছিলেন শ্রীদেবী জানেন?

রজনীকান্তের জন্য সাতদিন না খেয়ে ছিলেন শ্রীদেবী জানেন?

রজনীকান্তের জন্য সাতদিন- তিনি চলে গিয়েছেন। আজ ফিরে ফিরে আসছে শুধুই স্মৃতি। স্মৃতির পিটারায় এবার নতুন গল্প। রজনীকান্তকে নাকি খুব ভালোবাসতেন শ্রীদেবী।

সাত বছর আগে, দুর্ঘটনায় আহত রজনীকান্তের শারীরিক উন্নতির জন্য টানা সাতদিন নাকি উপোষ করে ছিলেন চাঁদনি।

সালটা ২০১১। ‘রানা’ ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পান থালাইবা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।

এই খবর কানে আসতেই নায়কের মঙ্গলকামনায় উপোষ সাঁই বাবার শুরু করেন নায়িকা। শুধু তাই নয়, রজনী সুস্থ হলে শিরডির সাঁই মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসেন তিনি।

এদিকে দেবী দর্শন শেষ শ্মশানের পথে সবাই। সাদা ফুলে ঢাকা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীদেবীকে। দুনিজেকে সব সময় ফিটফাট রাখতে পছন্দ করতেন নায়িকা। শেষ সময়টায় তাই লাল শাড়ি, গয়নায় সুন্দর করে সাজিয়ে বিদায় জানান হল অভিনেত্রীকে।

শ্রীদেবীর সঙ্গে গাড়িতে রয়েছেন স্বামী বনি কাপুর ও ছেলে অর্জুন কাপুর। দুপুর ৩ টে ৩০ মিনিটে ভিলে পারলেতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর।


অধিনায়ক হিসেবে শাকিব খানের বাজিমাত!

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

Picture

শাকিবের দলে আরো ছিলেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ অনেকেই। হাড্ডাহাড্ডিভাবে শাকিবের নেতৃত্বে লাল জার্সি পরিহিত দল লড়াই করছে হলুদ জার্সি পরিহিত পরিচালকদের সঙ্গে।অন্য দলে ছিলেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেক প্রমুখ।

alt

নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর দুদলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। শাকিবের দলের গোলরক্ষক নায়ক আলেকজান্ডারের নৈপূণ্যে পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করে শাকিবের দল।

alt

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনি শাকিবের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানেই বাস্তবে ফুটবল খেলেন শাকিব। আরো উপস্থিত ছিলেন নির্মাতা, প্রযোজক, শিল্পীরা।


যাকেই ভালোবেসেছি, দুনিয়া তাকেই দূরে সরিয়ে দিয়েছে-রেখা

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
alt

বাপ্ নিউজ : বলিউডের অন্যতম সেরা রোমান্টিক অভিনেত্রী রেখা তার জীবনের প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথা বলেলেন। এই চির-সুন্দরীর সম্পর্ক নিয়ে একটা সময় প্রবল জল্পনায় মেতেছিল টিনসেল টাউন। মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি। এবার নিজের ভগ্নহৃদয় নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বললেন রেখা।

শুক্রবার সন্ধ্যায় কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বলেলেন, যা আগে কখনো বলেননি। তিনি বললেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো যোজন দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই আমারে দূরে সরিয়ে দেয়।’

শুক্রবার সন্ধ্যায় আশা ভোঁসলেকে পঞ্চম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা। এর আগে আশা ভোঁসলের প্রতি রেখা তার আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করেন এবং মন খুলে কথা বলেছেন। রেখা আশার পা ছুঁয়ে প্রণাম করেন।

অনুষ্ঠানে জয়াপ্রদা, পদ্মিণী কোলাপুরী, পুনম ধিলোঁ, পরিণীতি চোপড়া, অলকা ইয়াগনিক ও জ্যাকি শ্রফের মতো তারকা উপস্থিত ছিলেন।


অস্কার নমিনেশন পাওয়া টিমের নেতৃত্বে বাংলাদেশি ওয়াহিদ

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮

এবার নিয়ে পর পর দু’বার তিনি একই বিভাগে অস্কার নমিনেশন পাওয়া সিনেমায় কাজ করলেন। গত বছর ভিজ্যুয়াল ইফেক্ট বিভাগে অস্কার নমিনেশন পাওয়া মার্ভেলস ডক্টর সিনেমাতেও তিনি কাজ করেছিলেন।

ফেসবুকে লিখা এক বার্তায় তিনি ভিজ্যুয়াল ইফেক্ট টিমের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিয়ম ২-এর ভিজ্যুয়াল ইফেক্ট বিভাগে অস্কার নমিনেশন পাওয়ায় মেথড স্টুডিও এবং টিমের সবাইকে অভিনন্দন। এই টিমের সদস্য হতে পারার চেয়ে গর্ব করার মতো আর কিছু নেই।’

Picture

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিয়ম ২-এর ভিজ্যুয়াল ইফেক্ট টিমের প্রোডাকশন ম্যানেজার হিসেবে তিনি কাজ করেছেন। কাজের এমন একটি স্বীকৃতি পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ওই ফেসবুক বার্তায় ওয়াহিদ আরও লিখেছেন, ‘এখন আমি বলতে পারবো, এ নিয়ে পরপর দুই বার ভিজ্যুয়াল ইফেক্ট বিভাগে নমিনেশন পাওয়া দু’টি সিনেমায় কাজ করেছি।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যন্ত্র প্রকৌশল, এবং সিনেমা প্রযোজনার ওপর ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন ওয়াহিদ ইবনে রেজা। ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস, ক্যাপ্টেন আমেরিকা:সিভিল ওয়ার, ফিফটি শেডস অব গ্রেসহ বিভিন্ন জনপ্রিয় হলিউডি সিনেমার ভিজ্যুয়াল ইফেক্ট সমন্বয়ক হিসেবে কাজ করেছেন তিনি।


রোহিঙ্গা ক্যাম্পে জেমস বন্ডের নায়িকা

সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

বাপ্ নিউজ : ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিনেমা ‘টুমোরো নেভার ডাই’-তে অভিনয় করেন মিশেল ইয়ো। এছাড়াও মিয়ানমার নেত্রী অং সান সু চি’র বায়োপিকে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন মালয়েশিয়ান বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী। তিনি এখন অবস্থান করছেন বাংলাদেশে। তার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে সময় কাটানোর ছবি ও সংবাদ প্রকাশিত হল ‘দ্য স্টার অনলাইন’ সংবাদমাধ্যমে।

মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফানদি বিন মোহাম্মদ নুরের নেতৃত্বে ৪৯ সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সে দলের অন্যতম সদস্য মিশেল ইয়ো। তিনি জাতিসংঘে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত হয়েও কাজ করছেন। গতকাল শনিবার ২৭ জানুয়ারি বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মিশেল। সেই সঙ্গে ত্রাণ এবং শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।

Picture

বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এসময় ক্যাম্পে অবস্থানরত মালয়েশিয়া সরকারের দেওয়া হাসপাতাল, ত্রাণকেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মিশেল।

এসময় মিশেলে ইয়ো বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্যাতন পৈশাচিক, বর্বর ও অমানবিক। তাদের পাশে বাংলাদেশের মতো সবাইকে এগিয়ে আসা দরকার। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনের বিচারে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব প্রতিনিধিরা যত বেশি আসবেন, তারা দেখতে পারবেন কী পরিমাণ বিপর্যয় ঘটে গেছে, রোহিঙ্গাদের অসহায়ত্ব তারা দেখতে পারবেন। রোহিঙ্গাদের নিয়ে যা হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রতিটি রোহিঙ্গার মানবিক অধিকার আছে, যা তাদের প্রাপ্য।’


যুক্তরাষ্ট্রের ১২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে টয়ার প্রথম সিনেমা'বেঙ্গলি বিউটি'

সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

বাপ্ নিউজ : লাক্স সুন্দরী মুমতাহিনা চৌধুরী টয়া। ছোট পর্দায় তিনি মাতিয়ে চলেছেন অনেকদিন। গেল কয়েক বছর ধরে তিনি প্রশংসিত হয়েছেন বেশ কিছু ব্যতিক্রমী মিউজিক ভিডিও শর্টফিল্মে কাজ করে। বিশেষ করে ঢোক সম্রাজ্ঞী মমতাজের ‘লোকাল বাস’ গানে মডেল হয়ে টয়া এখন দেশের সর্বত্রই পরিচিত মুখ।

এবার এই অভিনেত্রী যাত্রা করছেন বড় পর্দায়। আসছে ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার প্রথম ছবি ‘বেঙ্গলি বিউটি’। এটি পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশি রাহশান নূর। ছবিটির প্রযোজনা করেছেন রাফি তামজিদ।

পরিচালক জানালেন, দেশেও ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে ১২টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘বেঙ্গল বিউটি’।

Picture

ছবিটি নিয়ে উচ্ছ্বসিত টয়া। তিনি বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার আনন্দটাই অন্যরকম। বড় ফ্রেম, বড় প্রত্যাশা থাকে এখানে। চমৎকার একটি গল্প রয়েছে ছবিটিতে। দারুণ কিছু অভিজ্ঞতার অপেক্ষা করছি আমি।’ দেশের বাইরে নিজের প্রথম ছবির মুক্তি সম্পর্কে তিনি বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র দেশের বাইরে মুক্তি পাচ্ছে- এটি আমার জন্য বিশাল প্রাপ্তির। আমাদের অনেক চলচ্চিত্রই এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে প্রদর্শন হচ্ছে। আমি এই ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী।’

পুরনো দিনের সুন্দর একটি প্রেমের গল্পের ছবি ‘বেঙ্গল বিউটি’। সত্তর দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে দেখা যাবে টয়াকে। এই চরিত্রে নিজেকে তৈরি করতে তখনকার বহু ছবি দেখতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী। তখনকার মেয়েরা কী ধরনের পোশাক পরতেন, কীভাবে কথা বলতেন সব আয়ত্ত করেছেন তিনি।

নির্মাতা রাশান জানান, ‘বেঙ্গলি বিউটি’র শুটিং হয়েছে বাংলাদেশে। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে এক বেতার কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের দ্বন্দ্ব-সংঘাত ও এক মেডিকেল ছাত্রীর সঙ্গে তার সম্পর্কের রসায়ন রূপায়ণ করা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের চেতনার প্রতিফলন হওয়া চলচ্চিত্রে ঘটেছে রোমান্টিক গল্পের সমৃদ্ধ চিত্রায়ণ। এ গল্পে টয়ার চরিত্রে রূপায়িত হয়েছে সমগ্র বাঙালি জাতির কৃষ্টি-কালচার ও চাওয়া-পাওয়া।’

ছবিতে আরও অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, নাজিবা বাশার, নেইলি আজাদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি পরিচালক নিজেও ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন।

https://www.youtube.com/watch?v=hBtO8r8UwNA


নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

বাপ্ নিউজ : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে : নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তিনি নিজেই ফেইসবুকে দেয়া ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। ফুয়াদ বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি তার দেহে ক্যান্সারের জীবাণু থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

Picture
ফুয়াদ বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যান্সার হচ্ছে সব ক্যান্সারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ফুয়াদ ১৯৮৮ সালে আট বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসেন এবং একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। তিনি সবসময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকেন। ১৯৯৩ সালে তিনি ব্যান্ড দল গঠন করেন। ১৯৯৯ সালে প্রথম ব্যান্ড ভেঙে আরও একটি নতুন ব্যান্ড প্রতিষ্ঠা করেন।


শাহরুখের সঙ্গে পলকের সেলফি

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

ভারতে শিশু ও মহিলাদের অধিকার সুরক্ষায় কাজ করেছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মির ফাউন্ডেশন। গত সোমবার তারই স্বীকৃতিস্বরূপ তাকে ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এদিকে সেই অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলে সেটি নিজের ফেসবুক দেয়ালে পোস্ট করেছেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রিয় তারকাদের মধ্যে অন্যতম তারকা শাহরুখ খানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।’

Picture

সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে বিখ্যাত গায়ক ও সুরকার স্যার এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেটও এবার সম্মানিত হয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২৪ তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত হয়ে শাহরুখ বলেন, ‘আমি আপ্লুত। স্যার এলটন জন ও কেট ব্ল্যানচেটের মতো দুই ব্যক্তিত্বের সঙ্গে সম্মানিত হওয়া আমার কাছে সৌভাগ্যের।'

মির ফাউন্ডেশন অ্যাসিড এবং আগুনে আক্রান্তদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য কাজ করছে। ফাউন্ডেশনের তরফে আক্রান্তদের চিকিৎসা করানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য দেওয়া হয় ভোকেশনাল ট্রেনিং। ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনি সহায়তাও করা হয়। ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চাইল্ড কেয়ার ইউনিট ও ফ্রি বোর্ডিং সেন্টারের ব্যবস্থাও করে মির ফাউন্ডেশন।

এর আগে অমিতাভ বচ্চন, এ আর রহমান ও শাবানা আজমি এই অ্যাওয়ার্ড পেয়েছেন। চতুর্থ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন শাহরুখ খান। এই প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘মির ফাউন্ডেশনের মহিলা ও শিশুদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের সঙ্গে আমি কাজ করেছি। ওরাও আমার পাশে ছিল সব সময়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই খেতাব ওদের সাহসিকতার পরিচয়। এটাই আমার প্রাপ্তি। আমি আমার বোন, স্ত্রী ও মেয়েকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে সব সময় শিখিয়েছে জোর না করে কীভাবে মেয়েদের সম্মান করতে হয়।'


জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী জয়া আহসান

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

বাপ্ নিউজ : ‘বিসর্জন’ ছবির জন্য এবার ভারতে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছেন জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে সেরা ছবির পুরস্কার আর সেরা অভিনেত্রী হয়েছেন জয়া। আজ মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করার পর আজ রাতে মুম্বাই থেকে মুঠোফোনে প্রথম আলোকে জয়া বলেন, ‘জি সিনে অ্যাওয়ার্ডস খুব সম্মানজনক একটি পুরস্কার। এবার আমি এই পুরস্কার পেয়ে অভিভূত। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলীর প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি এই ছবির টিম মেম্বারদের ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’

Picture

এদিকে কলকাতার ২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায় শীর্ষে আছেন জয়া আহসান। এ বছর তাঁর অভিনীত ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি ভারতের এক জনপ্রিয় অনলাইনের জরিপেও উঠেছে তাঁর নাম। প্রথম অবস্থানেই রয়েছেন জয়া আহসান। এরপর ধারাবাহিকভাবে আছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিণী মিত্র, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, কোয়েল মল্লিক ও নুসরাত জাহান।

জরিপে প্রথম স্থানে থেকে বেশ উচ্ছ্বসিত জয়া। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটি অবশ্যই সম্মানের। কাজের ইতিবাচক সাড়া সব সময় ভালো কাজের অনুপ্রেরণা দেয়। “বিসর্জন” ছবিকে কলকাতায় ক্যারিয়ারের একটি মোড় বলা যায়। ভক্তদের কাছে কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় এত দূর এসেছি।’