logo

জেএসডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন বেলাল ৫ ফেব্রুয়ারী নিউইয়র্ক আসছেন

সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ ঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন বেলাল ৫ ফেব্রুয়ারী সোমবার রাত ১০টায় নিউইয়র্কের জেএফকে বিমান বন্দরে রাত ১০টায় ডেলটা এয়ারযোগে এসে পৌঁছাবেন। এ সময় তাকে জেএসডি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ এবং লক্ষীপুর জেলা প্রবাসীরা তাকে জেএফকেতে ফুলেল শুভেচ্ছা জানাবেন। উল্লেখ্য এডভোকেট বেলায়েত হোসেন বেলাল উমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছিলেন ডিসেম্বরে ।

পরে তিনি সৌদি প্রবাসী লক্ষীপুর জেলাবাসী ও জেএসডি নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন। তিনি কানাডা আসেন ১৮ জানুয়ারী। কানাডায় অবস্থানকালে তিনি জেএসডি নেতাকর্মীদের এবং লক্ষীপুর জেলা প্রবাসীদের সাথে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রে জেএসডি ও প্রবাসী লক্ষীপুর জেলাবাসীসহ প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ও মতবিনীময় করবেন এবং সাংগঠনিক কর্মকান্ডে অংশ নিবেন। তিনি ১২ ফেব্রুয়ারী বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। এডভোকেট বেলায়েত হোসেন বেলাল লক্ষীপুর-৩ জাতীয় সংসদ আসনে আগামী নির্বাচনে জেএসডি’র প্রাথী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।

তার সাথে যোগাযোগ- লিটন ৩৪৭-৩২৩-৪৪৭০ ,শামীম ৬৪৬-২৬০-৪২১২ ও তসলিম ৬৪৬-২০৯-৫৮৫১। এডভোকেট বেলায়েত হোসেন বেলাল ৬ ফেব্রুয়ারী নিউইয়র্কে  যুক্তরাষ্ট্রে জেএসডি ও প্রবাসী লক্ষীপুর জেলাবাসীসহ প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ও মতবিনীময় করবেন।


Copyright © 2010 Boston Bangla Newspaper.