হাকিকুল ইসলাম খোকন/বাপ্স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details
সম্পাদক মন্ডলীর সভাপতি
প্রধান সম্পাদক
সম্পাদক
সহযোগী সম্পাদক
বাপ্স নিউজ : বস্টন থেকে : যুক্তরাষ্ট্রের বস্টনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী ‘পিঠা উৎসব’। স্থানীয় সময় রোববার বস্টনের ক্যাম্ব্রিজ এলাকার একটি মিলনায়তনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ উৎসব।বস্টন ও তার আশপাশে বসবাসরত বাংলাদেশিরা তাদের বানানো নানা ধরনের পিঠা নিয়ে এ উৎসবে অংশ নেন।
সংগঠনটির সদস্য এবং উপদেষ্টা বিনয় ভূষণ পাল,উপদেষ্টা আশিষ কুমার দেব, উপদেষ্টা তপন কুমার সাহা,প্রাক্তন প্রেসিডেন্ট অনুপ কুমার দেব এবং সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট বিপ্লব কুমারের পিঠা খাওয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।সুজির পোয়া,ঝাল পিঠা,সাজের পিঠা,আলুর পিঠা,চিতল পিঠা,পাটিসাপটা, দুধপুলি, তালের পিঠার সাথে ছিলÂ ভর্তা,চিকেন এবং মুখরোচক ঝাল-তরকারি।
এ পিঠা উৎসবের মধ্য দিয়ে প্রবাস-প্রজন্মকে বাঙালির হাজার বছরের ঐতিহ্যেও বার্তা পৌঁছানোর প্রয়াস চালানো হচ্ছে বলে জানান আয়োজকরা। পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠা,খাবার এবং পানীয় সরবরাহ করেছেন অভয়া দেব,তুলিকা ধর,মুক্তা ব্যাপারী,শিল্পী নাথ,অনিতা ভট্টাচার্য,সীমা দেব,মিত্রা নন্দী,চম্পা দাস,শম্পা তালুকদার,মৌমিতা দাস,মৌসুমি দাস,ইলা দে,সুবর্ণা দাসগুপ্ত,বেলি দেÂ ও পম্পী শীল।
< পূববর্তী | পরবর্তী > |
---|