ফ্লোরিডায় কারিগর প্রডাকশন'র বর্ণাঢ্য বর্ষ বরনউৎসব
রবিবার, 22 এপ্রিল 2018 04:14
রবিবার, ২২ এপ্রিল ২০১৮
হাকিকুল ইসলাম খোকন: বাপ্স নিউজ : ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র) থেকে :গত ১৫ এপ্রিল ২০১৮, বাংলা নব বর্ষকে বরন করার উদ্দেশ্যে সাউথ ফ্লোরিডার কারিগর প্রডাকশন রয়েল পাম বীচ পার্কে আয়োজন করেছিলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই বাংলা ১৪২৫ সালকে বরন করার জন্য এক বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা । এই মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ -বিশালকায় চারুকর্ম পুতুল, হাতি, কুমীর, লক্ষ্মীপেঁচা, ঘোড়াসহ বিচিত্র মুখোশ এবং সাজসজ্জ্বা, বাদ্যযন্ত্র ও নৃত্যে মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান স্থল।
শোভা যাত্রা উদ্বোধনে আবৃতিকার কেয়া রোজারিও বলেন "বাঙ্গালীর সার্বজনীন এই প্রাণের উৎসবে যা কিছু পচা গলা অশুভ, অমঙ্গল - তা আমরা বর্জন করি, সকল কূপমণ্ডূকতা - জীর্ণতাকে বুড়া আঙ্গুল দেখিয়ে আজ শুধু ঢাকাতে নয় - বাংলাদেশের আনাচে কানাচে এমন কি বিদেশের মাটিতেও আমরা আয়োজন করছি এই মঙ্গল শোভা যাত্রা" উল্লেখ্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ২০১৬ -এর ৩০শে নভেম্বর বাংলাদেশের ‘‘মঙ্গল শোভাযাত্রা’’ কে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

পরে স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের মাতিয়ে রাখে। শিশু -কিশোর শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করে মানহা,মুনিবা, রাইকা, রাইসা, লামিযা, তাহিয়া, জইতা, সাহিরা, অনিমেষ, সামারা, সুহাইরা, সারিনা, তাজরিয়ান, রাফি, রিফাত, অর্ক,এলমা,তামারা, মাটি, মন্টি, তাহিয়াত, নাতিফা, অনিমেষ, আরিক, আফ্রা, মাইশা, ও নওরীন। নৃত্য পরিচালনায় ছিলেন দেবযানী ও পাভিত্রা।
অংশ গ্রহণ করেন ফ্লোরিডার অন্যান্য সাংস্কৃতিক সংগঠন গুলো - এদের মধ্যে উল্লেখ যোগ্য একতার, ডায়না ড্যান্স, সোমা দাস ও তার দল, প্রকৃতির নূর। কবিতা আবৃতি করেন ডঃ সুলতান সালাউদ্দীন, কেয়া রোজারিও, ডঃ রোকসানা অ্যানি ও মাহবুবুর রহমান, ফ্লোরিডার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ফোবানা ২০১৮ - এর চেয়ারম্যান আতিকুর রহমান।

সঙ্গীত পরিবেশন করেন সামীরা জাহাঙ্গীর, মোফাজ্জল হক রনী, অনীক দে, মাফিয়া রহমান, শিপ্লু রহমান, টিপু আলম ও দেবজ্যোতি সেন। মির্জা আউয়াল ও রোজিনা করিমের দ্বৈত কণ্ঠের গান দর্শকদের মাতিয়ে রাখে। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত "যাত্রা" দর্শকদের প্রচুর আনন্দ প্রদান করে। যাত্রায় অভিনয় করেন লাকি, এল্মা, হৃদি, যাহিনা, শাইখ, রিপন, রিমা, অর্ণব ও তাসবিন ঝড় - বৃষ্টির জন্য অনুষ্ঠানÂ কিছুটা বিঘ্ন ঘটলেও দর্শক তা উপেক্ষা করে পুরো অনুষ্ঠানটি উপভোগ করে। সামগ্রিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নন্দিনী ভৌমিক ও সামিয়া রহমান।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মীম ও শাইখ । দর্শক জরিপে সাউথ ফ্লোরিডায় এটি একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান - যা মানুষকে আনন্দে ভরপুর করে রাখে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিগরের পরিচালক টিপু আলম, তাহমিদা আনিস রিমা বিশিশঠ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠক চিত্রা সুলতানা।
Youtube Channhttps://www.youtube.com/channel/UCuCoWCGFy8vPoBy565It7kg