logo

MOIA (মইয়া) কমিউনিটিতে সে¦চ্ছাসেবক হওয়ার প্রশিক্ষণে বাঙ্গালীদের অংশ

সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭

Picture

গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ২৫৩ বড়ওয়ের ১৪ তলায় নিউইয়র্ক সিটি মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্স হল রুমে প্রশিক্ষণের প্রারম্ভে ধন্যবাদ জ্ঞাপন করেন  ও সূচনা বক্তব্য রাখেন মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্সেও উর্দতন কর্মকর্তা সিলভিয়া সানচেজ।

alt

প্রশিক্ষণের উপস্থাপনা করেন মেয়র অফিসের ইমিগ্রেন্ট সার্ভিসের কর্ডিনেটর একমাত্র বাঙ্গালী নাইমা সুলতানা।

alt

মেয়র অফিস ইমিগ্রেশন এ্যাফেয়ার্স-এর নেভারহুড অরগ্রেনাজার তাহিতুন মরিয়াম বক্তব্য রাখেন। খবর বাপসনিউজ।

alt

প্রথমবারের ন্যায় নিউইয়র্ক সিটি মেয়র অফিস ইমিগ্রেন্ট এ্যাফেয়ার্স এর উদ্যোগে (MOIA) কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হওয়ার প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,নারী ম্যাগাজিন সম্পাদক পপি চৌধুরী, প্রকাশ ও চীপ রির্পোটার তপন চৌধুরী, সঙ্গীত শিল্পী বাবলী হক, কবি ও উপস্থাপক লুভনা কাইজার, মোশাররফ হোসেন এবং আরো ২ জন প্রবাসী বাঙ্গালী।

alt

প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থাপক নাইমা সুলতানা গঙওঅ’র কার্যকলাপ,স্বেচ্ছাসেবীরা কি করেন, গঙওঅ কর্মসূচী, গঙওঅ কার্য নির্বাহী আদেশ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

alt

মেয়রের অভিবাসন বিষয়ক কার্যালয় এই প্রথম বাঙ্গালী কমিউনিটির জন্য কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হওয়ার প্রশিক্ষণ কর্মসূচী চালু করেছেন।

alt


Copyright © 2010 Boston Bangla Newspaper.