logo

এমএ কাইয়ুমের শয্যার পাশে কমিউনিটির নেতৃবৃন্দ

রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

হাকিকুল ইসলাম খোকন , বাপসনিউজ ঃ এসএনএস-এর প্রেসিডেন্ট,কুইন্স ডিষ্ট্রিক এটর্নীর এশিয়ান আমেরিকান এডভাইজারী কাউন্সিলের অন্যতম সদস্য ও জালালাবাদ এশোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট কমিনিটির সুপরিচিত এক্টিভিষ্ট এমএ কাইয়ুমকে গত ১১ই জানুয়ারী বৃহষ্পতিবার অপরাহ্ন ১২টায় নিউইয়র্কের ১৪৫০ ম্যাডিসন এভিনিউস্থ মাইন্ড সিনাই হাসপাতালে তার শয্যা পাশে আমেরিকান প্রেসক্লাব অব  বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান এবং নিউজ পোর্টাল জার্নালিষ্ট আয়শা আকতার ও কমিউনিটির নেতৃবৃন্দ দেখা করেন এবং এমএ কাইয়ুমের সুচিকিৎসার খোঁজ খবর নেন। উল্লেখ্য গত বছর ডিসেম্বরে হঠাৎ হার্ট এট্যাকে অসুস্থ হলে জরুরী মাউন্ড সিনাই হাসপাতালে ভর্তি করা হয়।

alt

তার ডান হাত এবং পায়ে নিয়মিত থেরাপি চলছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকলের প্রতি যারা হাতপাতালে গিয়ে দেখা করেছেন এবং টেলিফোনসহ বিভিন্নভাবে তার খোঁজখবর নিয়েছেন। তার পুরোপুরি সুস্থ হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। তার সাথে যোগাযোগ ৬৪৬-৪১২-৮৭৪২।

ছবির ক্যাপশন ঃ হাসপাতালে এমএ কাইয়ুমের পেছনে হাকিকুল ইসলাম খোকনকে দেখা যাচ্ছে। ছবি বাপসনিউজ।


Copyright © 2010 Boston Bangla Newspaper.