logo

সিপিবিনেতা ও বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক এমএম আকাশ ও প্রবাসী বুদ্ধিজীবিদের প্রবাসমেলার কপি উপহার

রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ ঃ সিপিবিনেতা ও বিশিষ্ট প্রাবন্ধিক ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ ও যুক্তরাষ্ট্র প্রবাসী বুদ্ধিজীবি,সাংবাদিক, লেখক,কবি ও চলচিত্রকারসহ বিশিষ্ট ব্যক্তিদের গত ৫ নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স হলে অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেণ) আয়োজিত সেমিনারের প্রারম্ভে অনুষ্ঠানের প্রধান অতিথি সিপিবিনেতা ও বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক এমএম আকাশ,

Picture

অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী এমদাদুল ইসলাম,জাতিসংঘ সদর দপ্তরে সিনিয়র ইকোনোমিক এ্যাফেয়ার্স অফিসার ,বেণ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের গ্রাম আলোচিত গ্রন্থসহ বহু গ্রন্থের প্রণেতা ড. নজরুল ইসলাম, বিশিষ্ট বুদ্ধিজীবি প্রকৌশলী ড. মহসিন সিদ্দিক, প্রাবন্ধিক ও বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, চলচিত্রকার আলমগীর কবির,মুক্তিযোদ্ধা আবুল কাশেম,উদিচী যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র সহ সভাপতি লেখক ও মুক্তিযোদ্ধা সুব্রত বিশ^াস, লেখক ফাহিম রেজা নূর, বেণ-এর ট্রায়ষ্টেট এর সমন্ধয়কারী সৈয়দ ফজলুর রহমান ও কবি ইসলামসহ কমিউনিটি নেতৃবৃন্দকে অনুষ্ঠানের প্রারম্ভে প্রবাস মেলা যুক্তরাষ্ট্র প্রতিনিধি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রবাসমেলার সৌজন্য কপি উপহার প্রদান করেন।খবর বাপসনিঊজ।পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত দেশের প্রথম এবং একমাত্র পাক্ষিক ম্যাগাজিন। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা নিয়মিতভাবে পত্রিকাটিতে তুলে ধরা হচ্ছে। প্রবাসীরা প্রবাস জীবনের অনুভ’তি অভিজ্ঞতা নিয়ে যে কোন লেখা পাঠাতে পারেন ( এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। )|

alt

ছবিতে বাথেকে সৈয়দ ফজলুর রহমান, বেলাল বেগ , আবুল কাশেম, ফাহিম রেজা নূর, হাকিকুল ইসলাম খোকন ড. নজরুল ইসলাম,, অধ্যাপক এমএম আকাশ , আলমগীর কবির, এমদাদুল ইসলাম, ড. মহসিন সিদ্দিক, সুব্রত বিশ^াস, ও কবি ইসলা কে দেখা য়াচেছ ।ছবি:বাপসনিঊজ।


Copyright © 2010 Boston Bangla Newspaper.