হাকিকুল ইসলাম খোকন/বাপ্স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details
সম্পাদক মন্ডলীর সভাপতি
প্রধান সম্পাদক
সম্পাদক
সহযোগী সম্পাদক
বাপ্স নিউজ : যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ধনকুবের রেক্স টিলারসনের নিয়োগ চূড়ান্ত করেছে সিনেট।এক্সন মবিলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়ে বিতর্কের জন্ম দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শেষ পর্যন্ত সিনেট ৫৬-৪৩ ভোটে টেক্সাসের ৬৪ বছর বয়সী এই অধিবাসীর নিয়োগ চূড়ান্ত করে।
অবশ্য এর আগে ট্রাম্পের মনোনীত স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিয়োগ নিশ্চিত করতে নিয়ম পরিবর্তন করেন রিপাবলিকান সিনেটররা। ডেমোক্র্যাট সিনেটররা ওই উদ্যোগ বয়কট করেন।ধনকুবের টিলারসনের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মুখে পড়ে। তেল কোম্পানির সাবেক এই প্রধান রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফৎ-এর সঙ্গে কয়েকশ' কোটি ডলারের চুক্তি করে ২০১৩ সালে ক্রেমলিন কর্তৃক 'অর্ডার অব ফ্রেন্ডশিপ' সম্মানে ভূষিত হয়েছিলেন।
< পূববর্তী | পরবর্তী > |
---|