Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

নিউ ইয়র্ক সিটিতে ভয়াবহ তুষারপাত : শত শত ফ্লাইট বাতিল

শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭

আব্দুল্লাহ জাহিদ :বাপ্ নিউজ : নিউ ইয়র্ক সিটিতে ভয়াবহ তুষার ঝড়। ইতিমধ্যেই সিটির কর্মী বাহিনী স্নো প্লাউ, লবন এবং রাস্তা পরিষ্কারের সরঞ্জাম প্রস্তুত করে এই ঝড় মোকাবেলার সকল কার্যক্রম সম্পন্ন করেছে। ন্যাশানাল ওয়েদার সার্ভিস মনে করছে নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ৮ থেকে ১২ ইঞ্চি তুষার পাতের সম্ভাবনা আছে। নিউ ইয়র্ক সিটির পাঁচ বরোতে মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত শতর্ক অবস্থা জারী করা হয়েছে। এদিকে ইস্টকোস্টের বিভিন্ন এয়ারপোর্ট থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটিতে ভয়াবহ তুষারপাত : শত শত ফ্লাইট বাতিল  

নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডা ব্লাজিয়ো এক রেডিও সাক্ষাতকারে জনসাধারন কে এই তুষার ঝড়কে হালকা ভাবে গ্রহণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানান এই ঝড় মোকাবেলায় ২৩০০ লবন ছিটানোর গাড়ি প্রস্তুত করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির সব পাবলিক স্কুল এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়েছে।তুষারপাত বৃহস্পতিবার ভোর ৩ টা থেকে শুরু হয়েছে এবং তা প্রায় সারা দিন স্থায়ি থাকবে। ইতি মধ্যই বৃহন্পতিবারের পার্কিং রেগোলেশন বাতিল করা হয়েছ।