Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

উদীচী’র গণ সংগীত প্রতিযোগিতা ৩ মার্চ

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭

বাপ্ নিউজ : বাংলাশে উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ আগামী ৩ মার্চ শুক্রবার বিকাল ৩
ঘটিকায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে অষ্টম সত্যেন সেন গণসংগীত উৎসব ও
জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০১৭ এর আয়োজন করেছে। বয়সভিত্তিক এ
প্রতিযোগিতায় চারটি বিভাগে ভাগ করা হয়েছে। “ক” বিভাগে একক অনূর্ধ্ব ১২ বছর,
“খ” বিভাগে একক অনূর্ধ্ব ১৮ বছর, “গ” বিভাগে একক ১৮ বছরের উর্ধ্বে, “ঘ”
বিভাগে দলীয় কমপক্ষে ৫ জনের দল নিয়ে গঠন করা যাবে।

প্রগতিশীল গণচেতনাসম্পন্ন জাগরণমূলক গান, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের
দু:খ-দুর্দশা এবং অধিকার সম্পর্কে সচেতনতামূলক গান, সমাজের
অন্যায়-অত্যাচার-নিপীড়নের বর্ণনা এবং অবসানের দিক নির্দেশনামূলক গান,
মৌলবাদ-সাম্প্রদায়িকতাবিরোধী গান, সাম্প্রদায়িক সম্প্রীতির গান, যুদ্ধবিরোধী
গান, স্বৈরাচার বিরোধী গান, বিশ্বশান্তির পক্ষে গান, মানবাধিকার লঙ্ঘনের
বিরুদ্ধে গানকে গণসঙ্গীত হিসেবে বিবেচনা করা হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে
ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, আদিবাসীদের উপর হামলার বিষয় এবং সুন্দরবনের
প্রাণ-প্রকৃতি রক্ষা সম্পর্কিত গানগুলোকে উৎসাহিত করা হবে।
উল্লেখ্য স্থান-কাল ভেদে গণসঙ্গীতের ভিন্নতর ব্যাখ্যা হতে পারে। কিন্তু
প্রতিযোগিতার ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলোকে বিবেচনা করা হবে।
জেলা পর্যায়ে ক, খ, ও গ বিভাগে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী
প্রতিযোগী এবং ঘ বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দল বিভাগীয় পর্যায়ের
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভাগীয়
পর্যায়ের ক, খ, ও গ বিভাগের ১ম ও ২য় স্থান অধিকারী প্রতিযোগী এবং ঘ বিভাগে
১ম স্থান অধিকারী দল অংশগ্রহণ করবে।
প্রতিরেযগিতায় অংশগ্রহণে আগ্রহীরা নাম তালিকাভূক্ত করতে এনায়েত হাসান মানিক
০১৭১১৩৯৬৫৮৭, ধ্রুব গৌতম ০১৭১১১৪৯৬০৫, বাদল কর ০১৭৮১৪২৭২৬০, দেবব্রত পাল
মিন্টু ০১৯৩১২১৪৯০৯, সন্দ্বীপ দেব ০১৭৭৫১৮০৪০১ এই নাম্বারে যোগাযোগের জন্য
অনুরোধ জানানো হয়েছে।