হাকিকুল ইসলাম খোকন/বাপ্স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details
সম্পাদক মন্ডলীর সভাপতি
প্রধান সম্পাদক
সম্পাদক
সহযোগী সম্পাদক
হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ : গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক মহা নগরীর জ্যাকসন হাইটসের মেজবান রেস্তোঁরায় প্রবাসের অন্যতম বৃহত্তর আঞ্চলিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে শিশু সাহিত্যে অবদানের জন্যে নিউইয়র্ক প্রবাসী প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়ে সম্মানিত করা হয়। একই অনুষ্ঠানে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে আরও ক’জন বিশিষ্ট ব্যক্তি সম্মাননা গ্রহণ করেন। খবর বাপসনিউজ।
উল্লেখ্য, শিশু সাহিত্যিক হাসানুর রহমান ১৯৪৬ সনের ২২ আগষ্ট উত্তরবঙ্গের নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত লালোর গ্রামের সুপরিচিত শিরি পরিবারে জন্ম গ্রহণ করেন। ষাটের দশক ছিল শিশু সাহিত্যিক হাসানুর রহমানেরÂ লেখালেখির সোনালী যুগ। এই দশকের পুরোটা সময় তিনি শিশু-কিশোরদের জন্যে এ ন্তার লেখালেখি করেন তখনকার সময়ের বিবিধ মাসিক, সাপ্তাহিকী ও সাময়িকীর পাতায়। শিশু সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্রে’র তিনি প্রতিষ্ঠাতা।একজন সাংবাদিক হিসেবে ও হাসানুর রহমানের অনন্য ভূমিকা রয়েছে, যা অনেকেরই অজানা। ১৯৬২-৬৪ সনে কুষ্টিয়ায় থাকাকালীন তিনি কুষ্টিয়ার তৎকালীন সাপ্তাহিক ‘যোগাযোগ’ পত্রিকার শহর সংবাদদাতা হিসেবে নিয়োজিত ছিলেন। ফ্রিল্যান্স সাংবাদিকতা করেছেন তৎকালীন ঢাকার কয়েকটি সংবাদপত্রে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ঢাকার অধুনালুপÍ দৈনিক ‘সমাজ’- এ সাব এডিটর হিসেবে কিছুদিন কাজ করেন। ১৯৯৬ সনের আগষ্ট মাসে নিউইয়র্ক প্রবাসী হন। শিশু-কিশোরদের জন্যে লেখা তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩ ( তেরো )টি। সৃজনশীল প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ যাবত পেয়েছেন বেশ কয়েকটি সম্মননা এ্যাওয়ার্ড ও পুরস্কার।
< পূববর্তী | পরবর্তী > |
---|