Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

ওবামার নতুন ফ্যাশন

শনিবার, ১১ মার্চ ২০১৭

বাপ্ নিউজ : প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সবাই স্যুট-টাই কিংবা কালো প্যান্ট আর সাদা শার্ট পরিহিত অবস্থায় দেখতে অভ্যস্ত। ২০ জানুয়ারি আট বছরের মেয়াদ শেষে অবসরে গেছেন ওবামা। এরপরই ওবামার পোশাক-আষাকে বেশ পরিবর্তন এসেছে। গত রোববার ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি অব আর্টে গিয়েছিলেন ওবামা। সেখান থেকে বের হওয়ার পরই ক্যামেরাবন্দী হলেন নতুন স্টাইলের ওবামা।

Picture

প্রাক্তন এই প্রেসিডেন্টের পরনে তখন ছিল নীল জিন্স, ধূসর রঙের শার্ট, বাদামী রঙের চামড়ার জ্যাকেট আর চোখে সানগ্লাস পরিহিত অবস্থায়। ওবামার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। সেলিব্রিটি স্টাইলিস্ট ও পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করেন লুকাস আরমিটাগ। তিনি ফিমেইল ম্যাগাজিনকে বলেছেন, ওবামা তার এই ক্যাজুয়াল পোশাকের মাধ্যমে পুরুষদের স্টাইলের নতুন আইকন হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন।