Editors

Slideshows

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/455188Hasina__Bangla_BimaN___SaKiL.jpg

দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্

বষ্টনবাংলা নিউজ ঃ দাবি-দাওয়া বাস্তবায়নে আলোচনা না করে আন্দোলন করার জন্য পাইলটরা প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পাইলটদের আন্দোলনের কারণে ফ্লাইটসূচিতে জটিলতা দেখা দেয়ায় যাত্রীদের কাছে দুঃখ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/701424image_Luseana___sakil___0.jpg

লুইজিয়ানায় আকাশলীনা‘র বাৎসরিক

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ লুইজিয়ানা থেকে ঃ গত ৩০শে অক্টোবর শনিবার সনধ্যায় লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ইণ্টারন্যাশনাল কালচারাল সেণ্টারে উদযাপিত হলো আকাশলীনা-র বাৎসরিক বাংলা সাহিত্য ও See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/156699hansen_Clac__.jpg

ইতিহাসের নায়ক মিশিগান থেকে বিজ

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনে ডেমক্র্যাটরা হাউজের আধিপত্য ধরে রাখতে সক্ষম হলো না। সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও আসন হারিয়েছে কয়েকটি। See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/266829B_N_P___NY___SaKil.jpg

বিএনপি চেয়ারপারসনের অফিসে পুলি

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ আলাউদ্দিন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশ করেছে। এই See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

ঢাকাদক্ষিণে আব্দুল মুতলিব প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

বুধবার, ১৫ মার্চ ২০১৭

বাপ্‌স নিউজ : গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রথম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগ তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগ গুলো সত্যিই প্রশংসার দাবীদার। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে উচ্চ শিখরে পৌঁছাতে বেসরকারী বৃত্তি পরীক্ষা গুলো অগ্রণী ভূমিকা রাখছে।     
মেধাবৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আমীনের সভাপতিত্বে ও বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন খান, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ।


মিছবাহ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক মো. আলমগীর ঈমানী। বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক খালেদা খানম ডলি, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, ইউপি সদস্য আমান উদ্দিন, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ইসমতি জাহান, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহবাব হোসেন, মিটু কান্তি দেব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইশরাক ইনকিয়াদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, বিশিষ্ট সমাজসেবী আক্তার হোসেন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী লিয়াকত আলী, সমাজসেবী আজির উদ্দিন, সংগঠক এমরান আহমদ, সাংবাদিক হারিছ আলী, ইউপি সদস্য হোসাইন আহমদ, ট্রাস্টের কোষাধ্যক্ষ আনোয়ার মাছুম, আছিয়া কুতুব ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি আনোয়ার হুমায়ূন, সদস্য সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক শাহরিয়ার হোসেন, শিক্ষিকা লোপা বেগম, ট্রাস্টের সদস্য অলিদুর রহমান জাবেদ প্রমুখ।

গোলাপগঞ্জের লক্ষনাবন্দের প্রবীণ
মুরব্বি মনির উদ্দিনের ইন্তেকাল
বাপ্‌স নিউজ : গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়নের প্রবীণ মুরব্বি, চক্রবর্তীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মনির উদ্দিন (৯৫) ইন্তেকাল করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ........... রাজিউন)। ¬মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ মাগরিব দু’ দফা জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজা পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের ভাতিজা ইরান আহমদ ও আব্দুস শহিদ। মরহুমের জানাজায় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখলাছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল হাকিম, আয়ফল খান, আব্দুল হামিদ মুক্তার খান, হিরা খান, কবির আহমদ, মরহুমের পুত্র মাসুক মিয়া, আব্দুল মতিন, মুন্না আহমদ, জামাতা কুটু মিয়া, আজিজুর রহমান, নাতি তরুন সাংবাদিক খালেদ হোসেন’সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত মার্কেটিং ডাইরেক্টর বদরুল হক
চৌধুরী এনামের ইন্তেকাল, দাফন সম্পন্ন
বাপ্‌স নিউজ : গোলাপগঞ্জ প্রতিনিধি: একটি বহুজাতিক কোম্পানীর অবসরপ্রাপ্ত মার্কেটিং ডাইরেক্টর বদরুল হক চৌধুরী এনাম (৮০) ইন্তেকাল করেছেন। গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুরে এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে ঢাকা উত্তরার অধিবাসী বদরুল হক চৌধুরী এনাম গত সোমবার দুপুরে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন। ঢাকায় প্রথম দফা জানাজা শেষে গতকাল মঙ্গলবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গনে ২য় দফা জানাজা শেষে পার্শ্ববর্তী গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। দরগাহে শাহজালাল (রহ.) সাবেক মোতাওয়াল্লী মরহুম সরেকউ এজেডএম আব্দুল্লাহ সাহেবের জামাতা বদরুল হক চৌধুরীর জানাজায় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই কবির আহমদ চৌধুরী।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি সাফওয়ান চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, প্রবীণ আইনজীবি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন, এডভোকেট আব্দুল মন্নান চৌধুরী, এডভোকেট শেফাক আহমদ চৌধুরী, বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত জিএম আব্দুল্লাহ চৌধুরী, আইডিই’র সাবেক সিলেট জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলুল হক চৌধুরী, বিশিষ্ট কলামিষ্ট বেলাল আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার সাক্কাফ আহমদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।