Editors

Slideshows

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/455188Hasina__Bangla_BimaN___SaKiL.jpg

দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্

বষ্টনবাংলা নিউজ ঃ দাবি-দাওয়া বাস্তবায়নে আলোচনা না করে আন্দোলন করার জন্য পাইলটরা প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পাইলটদের আন্দোলনের কারণে ফ্লাইটসূচিতে জটিলতা দেখা দেয়ায় যাত্রীদের কাছে দুঃখ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/701424image_Luseana___sakil___0.jpg

লুইজিয়ানায় আকাশলীনা‘র বাৎসরিক

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ লুইজিয়ানা থেকে ঃ গত ৩০শে অক্টোবর শনিবার সনধ্যায় লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ইণ্টারন্যাশনাল কালচারাল সেণ্টারে উদযাপিত হলো আকাশলীনা-র বাৎসরিক বাংলা সাহিত্য ও See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/156699hansen_Clac__.jpg

ইতিহাসের নায়ক মিশিগান থেকে বিজ

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনে ডেমক্র্যাটরা হাউজের আধিপত্য ধরে রাখতে সক্ষম হলো না। সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও আসন হারিয়েছে কয়েকটি। See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/266829B_N_P___NY___SaKil.jpg

বিএনপি চেয়ারপারসনের অফিসে পুলি

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ আলাউদ্দিন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশ করেছে। এই See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান পদে মুসলিম প্রার্থী আবুহেইকেল বাংলাদেশী কম্যুনিটির সহযোগিতা চান

শনিবার, ১৮ মার্চ ২০১৭

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিঊজ:নিউইয়র্ক: নিউইয়র্কে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নিবার্চনে ব্রঙ্কসে ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম প্রার্থী মুহাম্মদ আবুহেইকেল। তার নির্বাচনী এলাকায় বাঙালীসহ সকল ভাষা-ভাষীর নিকট অবিরাম নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সহযোগিতা চান মুহাম্মদ আবুহেইকেল।আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েস্টচেস্টার স্কয়ার সিভিক এসোসিয়েশনের উদ্যোগে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেলের ব্রঙ্কসের নির্বাচনী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার স্থাপন, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তাসহ প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।

alt
অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মুহাম্মদ আবুহেইকেল ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, কুইন্স থেকে বাংলাদেশী কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ সহ আরো অনেকে।অনুষ্ঠানে সাংবাদিক ও টিভি উপস্থাপক ইউএসএনিউজঅনলাইন ডটকম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনক্রে সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রউফসহ বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

alt
অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার মুসলিমদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার জন্য সিটি কাউন্সিলম্যান পদে মুসলিম প্রার্থী মুহাম্মদ আবুহেইকেলকে নির্বাচিত করার আহ্বান জানান।
কমিউনিটি নেতৃবৃন্দ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মুহাম্মদ আবুহেইকেলকে নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন। আসুন আমরা সকলে তার পাশে দাঁড়াই। তাকে সর্বাত্মক সহযোগিতা করি।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল তাকে সমর্থনের জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে মুসলিম-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব। সবসময় পাশে থাকব। নির্বাচনে তিনি বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সময় এসেছে পরিবর্তনের। তাই একটি চমৎকার কম্যুনিটি গড়ে তুলতে সকলের সমর্থন চাই।


Add comment


Security code
Refresh