Editors

Slideshows

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/455188Hasina__Bangla_BimaN___SaKiL.jpg

দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্

বষ্টনবাংলা নিউজ ঃ দাবি-দাওয়া বাস্তবায়নে আলোচনা না করে আন্দোলন করার জন্য পাইলটরা প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পাইলটদের আন্দোলনের কারণে ফ্লাইটসূচিতে জটিলতা দেখা দেয়ায় যাত্রীদের কাছে দুঃখ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/701424image_Luseana___sakil___0.jpg

লুইজিয়ানায় আকাশলীনা‘র বাৎসরিক

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ লুইজিয়ানা থেকে ঃ গত ৩০শে অক্টোবর শনিবার সনধ্যায় লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ইণ্টারন্যাশনাল কালচারাল সেণ্টারে উদযাপিত হলো আকাশলীনা-র বাৎসরিক বাংলা সাহিত্য ও See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/156699hansen_Clac__.jpg

ইতিহাসের নায়ক মিশিগান থেকে বিজ

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনে ডেমক্র্যাটরা হাউজের আধিপত্য ধরে রাখতে সক্ষম হলো না। সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও আসন হারিয়েছে কয়েকটি। See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/266829B_N_P___NY___SaKil.jpg

বিএনপি চেয়ারপারসনের অফিসে পুলি

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ আলাউদ্দিন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশ করেছে। এই See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নাম ব্যবহার অবৈধ’ : প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতি

শনিবার, ১৮ মার্চ ২০১৭

বাপ্ নিউজ : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নাম ব্যবহার করে ‘লাবলু-শহীদুল’ কমিটি গঠনের সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং সাধারণ সম্পাদক দর্পণ কবীর। তারা গত ১৬ মার্চ-১৭ তারিখে দেয়া এক বিবৃতিতে বলেন-সংগঠনের গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপক্ষো করে এবং ক্লাব থেকে বহিস্কৃত তিন সদস্যের সঙ্গে অপতৎপরতায় ‘লাবলু-শহীদুল’ কমিটি গঠন করা আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আদর্শ-উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী। একইসঙ্গে প্রেসক্লাবে বিভক্তি-ভাঙন সৃষ্টির সুস্পষ্ট প্রমাণও। নিয়ম বহির্ভূতভাবে কতিপয় সদস্য নিজেদের মনগড়া কমিটি করলেই তা বৈধতা লাভ করে না। যারা এই অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে প্রেসক্লাবের পরবর্তী সাধারণ সভায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিবৃতিতে তারা উল্লেখ করেন। তারা বলেন-বিগত বছর ২৮ ডিসেম্বর জরুরী সাধারণ সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনাররা ক্লাবের স্বার্থ বিরোধী ও স্বৈরাচারী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি ক্লাব সভাপতি গঠনতন্ত্রের বিধি অনুযায়ী নির্বাচন কমিশনারদের তাদের পদ থেকে অব্যাহতি দেন এবং এরপর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অপর এক জরুরী সাধারণ সভায় সাধারণ সসদ্যরা ঐ সিদ্ধান্তকে অনুমোদন করেন। এই সভায় তাদের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। বহিস্কৃত সদস্যদের সঙ্গে যোগ সাজশ করে ক্লাবের কতিপয় সদস্য সম্প্রতি একটি কমিটি গঠন করেছেন বলে দু’একটি মিডিয়ায় প্রেসবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই ঘটনা আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। অবৈধ কর্মকান্ডে লিপ্তরা ক্লাবের নাম ও লগো ব্যবহার করে নিজেদের হীন মানসিকতার পরিচয় দিচ্ছে। প্রয়োজনে এই কর্মকান্ডের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও ক্লাবের দুই কর্মকর্তা বিবৃতিতে জানান।


Add comment


Security code
Refresh