হাকিকুল ইসলাম খোকন/বাপ্স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details
সম্পাদক মন্ডলীর সভাপতি
প্রধান সম্পাদক
সম্পাদক
সহযোগী সম্পাদক
বাপ্স নিউজ : বৈশাখী টেলিভিশনের এবারের ঈদ অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভিন্ন স্বাদের ৫টি নাটক। বিশেষ এই নাটকগুলো প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।
৫টি নাটকে ভিন্ন ভিন্ন ৫টি মজার চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতা। নাটকগুলো হচ্ছে কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ‘মানুষ অমানুষ’। মোশাররফ করিমের সাথে এখানে অভিনয় করেছেন উর্মিলা ও সোহেল খান। দয়াল শাহ-এর রচনা ও শামস করিমের পরিচালনায় ‘বুলির বেলকনি’। এই নাটকটিতে মোশাররফ করিম ছাড়াও আছেন শার্লিন ও ঝুনা চৌধুরী। মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় নাটক ‘অভিনন্দন’। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, শহিদুল্লা সবুজ। হাসান মোরশেদের পরিচালনায় নাটক ‘প্রযতেœ চোর’। মোশাররফ করিম, নাদিয়া নদী, কচি খন্দকার। এবং মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক ‘শেখ সাদী'র সেইসব দিনরাত্রি। এই নাটকে মোশাররফ করিমের সাথে আরও অভিনয় করেছেন দিলারা জামান, স্নেহাশীষ অভি, ওয়াহিদ আকরাম।
< পূববর্তী | পরবর্তী > |
---|