হাকিকুল ইসলাম খোকন/বাপ্স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details
সম্পাদক মন্ডলীর সভাপতি
প্রধান সম্পাদক
সম্পাদক
সহযোগী সম্পাদক
হাকিকুল ইসলাম খোকন , আয়েশ আক্তার রুবি,বাপসনিউজ ঃÂ ডা.ওবায়দুর রহমান খান ও সালমা খানের তনয় কায়েন খানের শুভ জন্মদিন উপলক্ষে কায়েন-এর বড় খালা ডা. শাহনাজ লিপি ও ডা. জাহাঙ্গীর আলম তাদের নিউইয়র্কের লং আইল্যান্ডের বাসায় ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। খবর বাপসনিউজ।
এতে কায়েনের নানাÂ আমেরিকা-বাংলাদেশ ফ্রন্ডেস ফোরাম সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. শামসুল আলম সহ প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক , লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী কলা কুশলী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীন প্রবাসী ও এক্টিভিষ্ট নাসির আলী খান পল, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন নর্থ আমেরিকার সাবেক সভাপতি হাসানুজ্জামান হাসান, মুক্তিযোদ্ধা ও লেখক সাঈদুর রহমান সাইদ, মুক্তিযোদ্ধা ফরহাদ খন্দকার , কটিয়াদিনিউজ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবি, মাবুবুর রহমান,কবির, জিল্লুর রহমান,
তারার আলোর সভাপতি মিনা ইসলাম, সঙ্গীত শিল্পী বাবলী হক, উপস্থাপক পিংকি, রাশেদা আকন্দ, নারী নেত্রী রোকেয়া আক্তার, হাসান জিলানী, দিপু, ফজলু, প্রবির, তামান্না হাসিনা, মোহাম্মদ খালেক, মাহবুর রহমান, স্বপ্না খান,
কায়েনের জন্মদিনের কেক কাটার পর গল্প আড্ডার মাঝে জন্মদিনের অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।
রকমারী ও মজাদার আয়োজনে নৈশভোজের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিংকির উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিনা মজুমদার, রাশেদা আকন্দ, ডা. শাহনাজ লিপি, বাবলী হক, ও ফজলু প্রমুখ।
< পূববর্তী | পরবর্তী > |
---|