Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

যুক্তরাষ্ট্রে মুসলিমদের সংখ্যা বাড়ছে

মঙ্গলবার, ০৯ জানুয়ারী ২০১৮

তবে পিউ রিসার্চ সেন্টার নিজেরা জরিপ চালিয়ে এবং অন্য জায়গা থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে বলছে, যুক্তরাষ্ট্রে সব বয়সী মানুষ মিলে মোট ৩৪ লাখ ৫০ হাজার মুসলমান বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার ১.১ শতাংশ। এটি ২০১৭ সালের হিসাব। ২০১১ সালে এই সংখ্যা ছিল সাড়ে ২৭ লাখ। পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে ২০৫০ সাল নাগাদ মুসমানদের সংখ্যা বেড়ে হবে ৮১ লাখ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ২. ১ শতাংশ হবে মুসলমান।

Picture

পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ইহুদীদের চেয়ে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এমনকি ২০৪০ সাল নাগাদ দেশটির সংখ্যাগরিষ্ঠ ধর্মালম্বীদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নেবে ইসলাম। প্রথম স্থানে থাকবেন খ্রিষ্টানরা।

জরিপে আরও দেখা যায়, মুসলিমদের সংখ্যা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নয়। মুসলিমদের ঘনত্ব বেশি দেখা গেছে দেশটির ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি অঙ্গরাজ্যে।

এর আগে ২০০৭ সালে প্রতিষ্ঠানটির করা অপর একটি জরিপে দেখা গিয়েছিল দেশটি সাড়ে ২৩ লাখ লোক মুসলিম। এর মধ্যে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ১.৫ মিলিয়ন ছিল। ২০১১ সালে ছিল ২.৭৫ মিলিয়ন।