Slideshows

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

বারাক ওবামা কেন অন্য সব প্রেসিডেন্ট থেকে আলাদা!(একাধিক ছবিসহ)

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

Picture

ওবামা ছিলেন বাকীদের জন্য আদর্শ স্বরূপ। আমরা তার এমন কিছু ছবি আপনাদের দেখাবো যেগুলো দেখে আপনিও বলতে বাধ্য হবেন ওবামা একেবারে মাটির মানুষ!

 


সারাহ ফ্রোম্যান এর সাথে খেলছেন!

নিজের গোয়েন্দা কর্মকর্তার মেয়ের সাথে আনন্দময় সময় কাটাচ্ছেন ওবামা!
জানিয়া প্যানি এবং তার পরিবারের সাথে!
মেইক এ উইশ ফাউন্ডেশনের এক শিশু জ্যানিয়া। যার ইচ্ছা অনুযায়ী প্রেসিডেন্ট তাকে নিজের অফিসে দাওয়াত দেন!

রক্তাক্ত রবিবার (ব্লাডী সানডে) এর অনুষ্ঠানে সস্ত্রীক ওবামা!
এইদিনে এক শান্তিপুর্ণ মিছিলে পুলিশের গুলি বহুলোক মারা যায়!
মিশেল ওবামা ভার্জিনিয়া ম্যাকলরিনের সাথে নাচছেন!

এই দম্পতি আফ্রিকান আমেরিকানদের ইতিহাস উদযাপন করছেন, ভার্জিনিয়া সেই সম্প্রদায়ের সবচেয়ে বয়স্কদের একজন!

স্টেফানি ডেকারের সাথে!
এই মহিলা এক দুর্যোগে নিজের সন্তানদের বাঁচাতে গিয়ে পা হারান! ওবামা তাকে স্বপরিবারে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
একটা আবেগঘন মুহুর্ত!

আমাদের দেখা অন্যতম সেরা দম্পতি!

তারা যখন একসাথে নাচেন!
ঐতিহাসিক রোসা পার্ক বাসে ওবামা!

ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে সবাই বেশ খুশি হয়েছিল!

একাকী সময় পার করছেন!

বাবার সাথে সাশা ওবামার দুষ্টামি!

ক্লিনটনের সাথে সাবলীল ওবামা!

গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট!
পারিবারিক সময়!

আমরা অনেকে এতটুকুই করতে পারি না!
লুকোচুরি খেলছেন!
বাচ্চাদের তিনি খুব পছন্দ করেন।

সাশা ওবামাকে বাস্কেটবল শেখাচ্ছেন! মেয়েকে তিনি বরাবরই পাশে থেকে সমর্থন দিয়ে গেছেন।


বাস্কেটবল তার নিজেরও প্রিয় খেলা! মজার বিষয় হলো রাজনীতিতে না আসলে তিনি হয়তো বাস্কেটবল খেলোয়াড় হতেন!

নিজের এক কর্মকর্তার সন্তান কোলে!নিজের কর্মকর্তাদের সাথে তার ছিল বন্ধুত্বপুর্ন সম্পর্ক।


ওকালোহামার টর্নেডোর আঘাত দেখছেন! ঘুর্নিঝড়ে আক্রান্তদের নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন! তাই সরেজমিন সব দেখতে তিনি বিমানে করে প্রত্যেক এলাকা ঘুরে দেখেন!