হাকিকুল ইসলাম খোকন/বাপ্স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details
সম্পাদক মন্ডলীর সভাপতি
প্রধান সম্পাদক
সম্পাদক
সহযোগী সম্পাদক
বাপ্স নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেজএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক জনাব আবদুল মালেক রতন এক বিবৃতিতে বলেছেন, কোটা ব্যবস্থা সংস্কারের দাবীতে আন্দোলনরত ছাত্র ও চাকুরী প্রত্যাসীদের উপর পুলিশী হামলা ন্যাক্কারজনক ঘটনা। বর্তমানে শতকরা ৫৬ ভাগ চাকুরীর কোটা বিভিন্ন ধরনের অগ্রাধিকার ভিত্তিতে পুরন করা হয়। মেধার ভিত্তিতে পুরনের জন্য বাকী থাকে মাত্র শতকরা ৪৪ ভাগ। এমতাবস্থায় সরকারী চাকুরী, শিক্ষকতাসহ বিভিন্ন দপ্তর গুলো মেধাশুন্য হয়ে পড়ছে, যা একটা জাতির জন্য কোনভাবেই মঙ্গলজনক নয়। এ ব্যবস্থা সংস্কারের দাবীতে ন্যায়সঙ্গত আন্দোলনের উপর পুলিশ ও সরকারী ছাত্র সংগঠনের হামলা খুবই দুঃখজনক। তারা সরকার উৎখাতের কোন আন্দোলন করছেনা, তাদের আন্দোলন মেধার অধিকার প্রতিষ্ঠার জন্য। অতএব এখানে পুলিশ ও এন এস এফ এর মত সরকারী ছাত্র সংগঠনের হামলার পিছনে কোন যুক্তি থাকতে পারেনা।
নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত দাবী মেনে নেয়ার এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন।
< পূববর্তী | পরবর্তী > |
---|