Editors

Slideshows

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/455188Hasina__Bangla_BimaN___SaKiL.jpg

দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্

বষ্টনবাংলা নিউজ ঃ দাবি-দাওয়া বাস্তবায়নে আলোচনা না করে আন্দোলন করার জন্য পাইলটরা প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পাইলটদের আন্দোলনের কারণে ফ্লাইটসূচিতে জটিলতা দেখা দেয়ায় যাত্রীদের কাছে দুঃখ See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/701424image_Luseana___sakil___0.jpg

লুইজিয়ানায় আকাশলীনা‘র বাৎসরিক

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ লুইজিয়ানা থেকে ঃ গত ৩০শে অক্টোবর শনিবার সনধ্যায় লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ইণ্টারন্যাশনাল কালচারাল সেণ্টারে উদযাপিত হলো আকাশলীনা-র বাৎসরিক বাংলা সাহিত্য ও See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/156699hansen_Clac__.jpg

ইতিহাসের নায়ক মিশিগান থেকে বিজ

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনে ডেমক্র্যাটরা হাউজের আধিপত্য ধরে রাখতে সক্ষম হলো না। সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও আসন হারিয়েছে কয়েকটি। See details

http://bostonbanglanews.com/components/com_gk3_photoslide/thumbs_big/266829B_N_P___NY___SaKil.jpg

বিএনপি চেয়ারপারসনের অফিসে পুলি

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ আলাউদ্দিন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশ করেছে। এই See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

নিউয়র্কের খবর

শামসুল হক এর প্রতি নিবেদিত গাঙচিল এর ৬৮ তম আসর অনুষ্ঠিত

বুধবার, ১২ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন ,মো:নাসির,ওসমান গনি,সুহাস বডুয়া, হেলাল মাহমুদ, বাপসনিঊজ:গাঙচিল এর ৬৮ তম আসর অনুষ্ঠিত হয়েছে গত ২রা অক্টোবর ,রবিবার।  আলোচনা, কবিতা ও গানে  জ্যাকসন হাইটসের বাঙালী অধ্যূষিত এলাকায়   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এবিএম সালেহউদ্দীন। সভাপতিত্ব করেন গাঙচিল এর নিউইয়র্ক কমিটির সভাপতি  যাদুশিল্পী খান শওকত। নিউইয়র্কের বাঙালী পাড়া বলে খ্যাত জ্যাকসন হাইটসের (৭১-২৪ রুজভেল্ট এভিন্যু)  আয়োজিত হয় অনুষ্ঠান মালা। প্রধান অতিথি কবি এবিএম সালেহউদ্দীন তার বক্তব্যে সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হক এর সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। তিনি গাঙচিল এর প্রতিষ্ঠা থেকে বিগত ৮ বছরের স্মৃতিচারন করেন ।খবর বাপসনিঊজ।

alt

আলোচনায় অংশনেন গাঙচিল এর প্রধান উপদেষ্টা আকতার হোসেন, উপদেষ্টা প্রদীপ মালাকার,  আলী হোসেন, হেলেন পারভীন, তিশা জামান, আবুল কাশেম, গুলনাজ আকতার এবং শফিউল আজম। কবিতা পাঠ করেন আফরোজা মিলি, খান শওকত এবং গুলনাজ আকতার। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে অংশগ্রহনকারী ৪ প্রার্থী বক্তব্য রাখেন নির্বাহী সদস্য প্রার্থী ডা: শাহনাজ আলম লিপি, নির্বাহী সদস্য প্রার্থী কাজী তোফায়েল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী  সেলিম ইব্রাহীম এবং স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী ওয়াহিদ কাজি এলিন। স্বাগত বক্তব্য রাখেন গাঙচিল এর সাধারণ সম্পাদক রোকসানা বেগম। সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হক এর কবিতা দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আগামী ৬ নভেম্বও,রবিবার, গাঙচিলÑএর ৬৯তম আসরটি (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়, অনুষ্ঠিত হবে। উক্ত আসরে অংশগ্রহনে আগ্রহী সকলকে গাঙচিল এর সঙ্গে (৯১৭) ৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।


উন্নত চিকিৎসার অঙ্গীকার নিয়ে উদ্বোধন হলো হলিসে রাইট-কেয়ার এর ২য় শাখা

বুধবার, ১২ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন,মো:নাসির,ওসমান গনি,সুহাস বডুয়া, হেলাল মাহমুদ ,বাপসনিঊজ: নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত জ্যমাইকার হলিস এলাকায় উদ্বোধন হয়ে গেল স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান রাইট কেয়ার মেডিকেল সেন্টারের ২য় শাখা। আন্তরিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ৯ অক্টোবর রোববার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১৯৬-২২ হিলসাইড এভিনিউ, হলিস, নিউইয়র্ক-১১৪২৩ তে রাইট কেয়ার মেডিকেল সেন্টারের ২য় শাখার যাত্রা শুরু হয়।খবর বাপসনিঊজ।

alt

উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমসির সাবেক প্রেসিডেন্ট দন্ত বিশেষজ্ঞ ডাঃ ওয়াহিদুর রহমান, ডাঃ আতাউল ওসমানী, ডাঃ সাইদুর রহমান, ডাঃ সাদরুল আলম, ডাঃ শহীদউল্লাহ, ডাঃ মারুফ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুজিবুরর রহমান, দন্ত চিকিৎসক ডাঃ মোহাম্মদ রহমান, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ ইসলাম মোহাম্মদ, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদসহ আরো অনেক কমিউনিটি লীডার, বিভিন্ন মসজিদের ইমাম, ডাক্তার, বিভিন্ন ইন্সুরেন্স প্রতিনিধিগণ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইটিভি ইউএসএ এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।

alt
আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ লং আইল্যান্ডের জুইস মেডিকেল সেন্টারের ডাক্তার মোহাঃ হোসাইন ইমরান রাইট কেয়ার মেডিকেল অফিসের প্রতিষ্ঠাতা। তিনি জানান, জ্যামাইকার বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকাটিকে বেছে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এখানে রয়েছে আমাদের বিশাল কমিউনিটি। এ এলাকায় স্বাস্থ্য সেবাদানকারী এধরনের একটি প্রতিষ্ঠান করতে পেরে নিজেকে সুভাগ্যবান মনে করছি। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমি চাই আমাদের কমিউনিটি অনেক উন্নত স্বাস্থ্য সেবার সুযোগ পাক। সে সেবা প্রদানে আমি পাশে থাকব। রাইট কেয়ার মেডিকেল অফিসকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, একটি সত্যিকার স্বাস্থ্য সেবা সহায়ক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছি।

alt
ডাঃ মোহাঃ হোসেন ইমরান আরো জানান, তাদের সেবাসমূহের মধ্যে থাকবে প্রাইমারী কেয়ার/ইন্টারনেল মেডিসিন। অফিসেই রয়েছে ইকেজি, সনোগ্রাম, এলার্জি, রক্ত, প্রশাব পরীক্ষার ব্যবস্থা। ফ্লু, হজ্বসহ অন্যান্য ভ্যাকসিন, জব, স্কুল, টিএলসি সম্পর্কিত শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপের ব্যবস্থাসহ অনেক সেবাই রয়েছে এ প্রতিষ্ঠানে। তিনি বলেন, আমরা সুলভ মূল্যে সকল সেবার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে রোগীদের কথা শুনব এবং তাদের প্রয়োজনীয় চাহিদা তাৎক্ষনিক পূরণে আপ্রান চেষ্টা করব। মহিলা ডাক্তার সহ বিশেষজ্ঞরা সেবা দিবে। এজন্য আমাদের রয়েছে একদল প্রশিক্ষিত উদ্যমী এবং কর্মঠ পেশাদার কর্মী বাহিনী। এখানে সকল হেল্থ ইনস্যুরেন্স গ্রহণ করা হয়। তবে যাদের হেল্থ ইনস্যুরেন্স নেই তাদেরও স্বল্পমূল্যে চিকিৎসার বিশেষ সুযোগ রয়েছে।

alt
অতিথি ডাঃ ওয়াহিদুর রহমান বলেন, রাইট কেয়ার বিশ্বস্ততার সাথে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। আশাকরি স্থানীয় এলাকা রাইট কেয়ার সেবা নিয়ে উপকৃত হবে। ডাঃ আতাউল ওসমানী বলেন, ডাঃ মোহাঃ হোসাইন ইমরান কমিউনিটিতে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। প্রাণবন্ত উদ্বোধণী অনুষ্ঠানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন রাইট কেয়ারে।


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রফিকুল ইসলাম ডালিম = কুনু-আজম পরিষদের এক উজ্জ্বল প্রার্থী সাংগঠনিক সম্পাদক পদে

বুধবার, ১২ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন,মো:নাসির,ওসমান গনি,সুহাস বডুয়া,হেলাল মাহমুদ,বাপসনিঊজ:বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন এখন টক অব দি টাউনে পরিণত হয়েছে। সকল প্রবাসীর মুখে মুখে ফিরছে নির্বাচন প্রসঙ্গ।  নানা কারণে এবারের নির্বাচন এক বিশেষ গুরুত্ব বহন করছে। যে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতায় এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই দুই প্যানেলেই রয়েছে সব পরিচিত মুখ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী।বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় জন্ম, একে এম রফিকুল ইসলাম ডালিমখিলগাঁও, ঢাকা থেকেছেন দীর্ঘদিন,নিউইয়র্ক প্রবাসী হাসিমুখ, সৎ, বন্ধ ুসুলভ এবং প্রবাসের সুপরিচিত মুখ  এমনই একজন র্প্রাথী হচ্ছনে বাংলাদেশ সোসাইটির  সদস্য রফিকুল ইসলাম ডালিম। তিনি কুনু-আজম পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সোসাইটির বর্তমান কমিটিতেও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন। পূর্ববর্তী নির্বাচনে ডালিম সর্বোচ্চ ভোট পেয়ে এই পদে বিজয়ী হয়েছিলেন।

alt

সর্বোচ্চ ভোট পাওয়া কমিউনিটিতে তার জনপ্রিয়তা ও যোগ্যতার পরিচয় বহন করে।খবাপসনিঊজ। তিনি বর্তমান কার্যকরী সদস্য বাংলাদেশ সোসাইটি ইউএসএ,সহ-সভাপতি-ময়মনসিংহ বিভাগ ও উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্র-এর সহ- সভাপতি,কিশোরগঞ্জ ডিস্ট্রিক এসোসিয়েশন ইউএসএ,যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ হিউম্যান রাইটস ইউএসএ,কার্যকরী সদস্য নিউইয়র্ক লায়ন্স ক্লাব,উপদেষ্টা জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব,কার্যকরী সদস্য বাংলাদেশ স্পোটস কাউন্সিল ইউএসএ,প্রচার সম্পাদক শিল্পকলা একাডেমী ইউএসএ,কার্যকরী সদস্য সাউথ এশিয়ান আমেরিকান ভয়েস,বাংলাদেশ সোসাইটি ছাড়াও ডালিম প্রবাসের আরো অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত  থেকে জনকল্যাণমুলক কাজ করে চলেছেন। তারই প্রস্তাবে ও অনুরোধে বাংলাদেশ সোসাইটির এক সভায় আসন্ন নির্বাচনে জ্যামাইকায় একটি ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ডালিম সে সভায় বলেছিলেন, নিউইয়র্কের জ্যামাইকাতেই প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ অংশ বসবাস করে। তার এই প্রস্তাবনার কারণেই বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে জ্যামাইকায় একটি ভোট কেন্দ্র স্থাপিত হয়েছে। জ্যামাইকাবাসী ভোটাররা নির্বিঘে ও সময় বাঁচিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।

alt
গত ২ অক্টোবর জ্যামাইকার পানসী রেস্টুরেন্টে কুনু-আজম পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ঐ সভাতে ডালিম এর প্রস্তাবকে অভিনন্দিত করেন উপস্থিত অতিথিবৃন্দ সহ এলাকাবাসীগন।। উল্লেখ্য, ২০১৪ সালে রফিকুল ইসলাম ডালিম প্রথমবার সদস্য পদে নির্বাচন করে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন। রফিকুল ইসলাম ডালিম বাপসনিউজকে জানান এবারের নির্বাচনে তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদী। তিনি সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছেন।


তরুণ উদ্যোক্তা সাঈদ হোসেইন বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগ করতে চান

বুধবার, ১২ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন,মো:নাসির, ওসমান গনি,সুহাস বডুয়া,হেলাল মাহমুদ, বাপসনিঊজ: বাংলাদেশে ইনফরমেশন টেকনলজি ( আইটি) খাতে বিনিয়োগ করতে চায় মেরিল্যান্ডের তরুণ বাংলাদেশী-আমেরিকান উদ্যোক্তা সাঈদ হোসেনের প্রতিষ্ঠান ‘আদর্শ সার্ভিসেস’। এ লক্ষ্য প্রতিষ্ঠানটি একটি প্রকল্প হাতে নিয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘জার্নি টু ডিজিটাল বাংলাদেশ’। গত ৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আদর্শ সার্ভিসেসের সিইও সাঈদ হোসেন এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সাপ্তাহিক বর্ণমালা‘র সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনে ব্যতিক্রমী অনুষ্ঠানটিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশীরা। উপস্থিত ছিলেন প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী,  নিউজার্সীর প্লেইন বরো কাউন্টির কাউন্সিলম্যান ড. নূরান নবী, আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক  এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  সম্পাদক  জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএর সভাপতি মোর্শেদা জামান প্রমুখ।

alt
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও মূলধারার প্রতিষ্ঠানে আইটি বিশেষজ্ঞ সাঈদ হোসেইন বাংলাদেশ তার বিনিয়োগের আগ্রহ এবং সম্ভাব্য দিক নিয়ে কথা বলেন। প্রধান অতিথি মাসুদ বিন মোমেন আইটি খাতে বাংলাদেশ সাঈদ হোসেইনের আদর্শ সার্ভিসেসের বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানান। মাসুদ বিন মোমেন ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সহায়তা করতে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের আইটি খাতে আরও বেশী বেশী বিনিয়োগের আহ্বান জানান। অন্যান্য বক্তরা তরুণ উদ্যোক্তা এবং মূলধারার প্রতিষ্ঠানে আইটি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত সাঈদ হোসেন সাফল্য কামনা করে এদেশে বেড়ে উঠা তরুণ প্রজন্মকে তাকে অনুসরণরে আহ্বান জানান।


সিরাজুল আলম খান দাদাভাইয়ের সাথে প্রবাসী নেতৃবৃন্দের মতবিনিময়

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬

Picture

এতে অংশনেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন  সভাপতি ও সিনিয়র হাকিকুল ইসলাম খোকন ,মূলধারার রাজনীতিক এডভোকেট মজিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম,অধ্যাপিকা হোসনে আরা বেগম, মুক্তিযোদ্ধা এম সারোয়ার, কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন, এডভোকেট মতিউর রহমান প্রমুখসহ আরো অনেকে।

alt

শেষে  যুক্তরাষ্ট্র মহিলা জেএসডি সাধারণ সম্পাদক মিসেস শামীমের সৌজন্যে নৈশ্য ভোজে আপ্যায়ণ করা হয়।


সিরাজুল আলম খান নিউইয়র্কে , বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছে জেএসডি যুক্তরাষ্ট্র শাখা

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন,মো:নাসির,ওসমান গনি,সুহাস বডুয়া, হেলাল মাহমুদ,বাপসনিঊজ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনা ও নিউক্লিয়াস সিরাজুল আলম খান ৮ অক্টোবর শনিবার ভার্জিন এয়ার বাসে লন্ডন থেকে বিকাল ৪টা-৪০মিনিট নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন।

alt

এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে , এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  হাজী আনোয়ার হোসেন লিটন এবং সাধারন সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি হাকিকুল ইসলাম খোকন,প্রকৌশলী সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এম. সার্য়োার, সহ প্রবাসী নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা সিরাজুল আলম খানকে স্বাদর অভ্যর্থনা জানান। সিরাজুল আলম খান উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন ৭ সেপ্টেম্বর বুধবার ।

alt

এখন তিনি নিউইয়র্কে চিকিৎসার জন্য আসছেন। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাঙ্গণে সুখ্যাতি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন তিনি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপলবী পরিষদ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে তৎকালিন নিউক্লিয়াস।

alt

আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয়বাংলা বাহিনী।’ ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙ্গে পড়া পাকিস্তান শাসনের সমান্তরালে নিউক্লিয়াস-এর পরিকল্পনা অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-বিগ্রেড, কৃষক-বিগ্রেড, সার্জেন্ট জহুর বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলাসহ সকল শ্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এ পরিকল্পনা গ্রহণে সিরাজুল আলম খানের মুখ্য ভূমিকা ছিল।

altদেশে অসুস্থকালিন তার খোঁজ খবর নেয়ার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন । নিউইয়র্ক অবস্থানকালিন তার সাথে যোগাযোগ ৩৪৭-৩২৩-৪৪৭০/৬৪৬-২৬০-৪২১২/৭১৮-৮৬৪-৯৫৪৮-৯১৭-৫৪৪-৭২৭১/৬৪৬-২০৯-৫৮৫১/৭০২-৪২৭-৩০৭৬/৭১৮-৯২৬-৫৩৩৮/৭১৮-৬৭৯-১৪১৭/৯১৭-৮৩৭-৪৭০০ এবং ৯১৭-৪০০-৪০৬০। তিনি একমাস নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে।


সিরাজুল আলম খান নিউইয়র্কে , বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছে জেএসডি যুক্তরাষ্ট্র শাখা

সোমবার, ১০ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন: বাপ্ নিউজ : নিউইয়র্ক থেকে :মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনা ও নিউক্লিয়াস সিরাজুল আলম খান ৮ অক্টোবর শনিবার ভার্জিন এয়ার বাসে লন্ডন থেকে বিকাল ৪টা-৪০মিনিট নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন।

alt

এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভা পতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাজি আনোয়ার হোসেন লিটন , জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি সামসুদ্দিন আহমেদ শামীম , বাপস নিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন , বাম নেতা সরোয়ার আহমেদ , সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা সিরাজুল আলম খানকে স্বাদর অভ্যর্থনা জানান। সিরাজুল আলম খান উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন ৭ সেপ্টেম্বর বুধবার ।

alt

এখন তিনি নিউইয়র্কে চিকিৎসার জন্য আসছেন। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাঙ্গণে সুখ্যাতি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন তিনি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপলবী পরিষদ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে তৎকালিন নিউক্লিয়াস।আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয়বাংলা বাহিনী।’ ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙ্গে পড়া পাকিস্তান শাসনের সমান্তরালে নিউক্লিয়াস-এর পরিকল্পনা অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-বিগ্রেড, কৃষক-বিগ্রেড, সার্জেন্ট জহুর বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলাসহ সকল শ্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এ পরিকল্পনা গ্রহণে সিরাজুল আলম খানের মুখ্য ভূমিকা ছিল।

alt
দেশে অসুস্থকালিন তার খোঁজ খবর নেয়ার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন । নিউইয়র্ক অবস্থানকালিন তার সাথে যোগাযোগ ৩৪৭-৩২৩-৪৪৭০/৬৪৬-২৬০-৪২১২/৭১৮-৮৬৪-৯৫৪৮-৯১৭-৫৪৪-৭২৭১/৬৪৬-২০৯-৫৮৫১/৭০২-৪২৭-৩০৭৬/৭১৮-৯২৬-৫৩৩৮/৭১৮-৬৭৯-১৪১৭/৯১৭-৮৩৭-৪৭০০ এবং ৯১৭-৪০০-৪০৬০। তিনি একমাস নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে।


অর্থমন্ত্রীর মতবিনিময় সভা তাজমহলে

শনিবার, ০৮ অক্টোবর ২০১৬

Picture

এসময় তারা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান, নাজমুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন প্রমুখ।

alt
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুর ইসলাম খান মামুন, মোহাম্মদ সুমন আহমেদ ও সাগর মোহাম্মদ সানু।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, ড.শেলী মুবদি, আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, ফুয়াদ মুমিত, ড. জিয়াউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,  আজিমুর রহমান বুরহান, রানা ফেরদৌস চৌধুরী, খলকু কামাল,  জুনেদ খান, তৈয়বুর রহমান হারুন, আব্দুর রহমান, এহিয়া চৌধুরী, কবি আব্দুস শহীদ, আনিসুর রহমান, শেখ আকতার ইসলাম, রুহুল আমিন, নূর ইসলাম খান মামুন, মোহাম্মদ সুমন আহমেদ, শাহীন মিয়া, সাগর মোহাম্মদ সানু, তানভীর শহীদ টিটু প্রমুখ।

alt
অনুষ্ঠানের এর এক পর্যায়ে নব গঠিত মরহুম ফরিদ দেওয়ান গাজী স্মৃতি পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা আলহাজ ফখরুল ইসলাম খান অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেট ও নিউইয়র্কে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। সেই সাথে সিলেটে হাজী আয়াত উল্লাহ খান জামে মসজিদ ও খান টাওয়ারের এবং তাজমহল রেস্টুরেন্ট ও পার্টি হলের ভিত্তি প্রস্তর স্থাপনের আহ্বান জানান।এদিনের অনুষ্ঠানের সভাপতি শেলী এ মুবদি প্রস্তাবিত সকল দাবী-দাওয়া সমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।পরে সবাইকে তাজমহল রেস্টুরেন্টের পক্ষ থেকে অ্যাপায়নের ব্যবস্থা করা হয়।


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনা ও নিউক্লিয়াস সিরাজুল আলম খান নিউইয়র্কে আসবেন ৮ অক্টোবর শনিবার

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন,মো:নাসির, ওসমান গনি, সুহাস বডুয়া, হেলাল মাহমুদ,বাপ্ নিউজ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনা ও নিউক্লিয়াস সিরাজুল আলম খান ৮ অক্টোবর শনিবার ভার্জিন এয়ার বাসে লন্ডন থেকে বিকাল ৪টা-৪০মিনিট নিউইয়র্কের জেএফকে আšতর্জাতিক বিমান বন্দরে এসে পৌছাবেন. এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্ররনেতা কর্মীসহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা সিরাজুল আলম খানকে স্বাদর অভ্যর্থনা জানাবেন। উলেলখ্য, সিরাজুল আলম খান উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন ৭ সেপ্টম্বর বুধবার ।এখন তিনি নিউইয়র্কে চিকিৎসার জন্য আসছেন। খবর বাপসনিউজ।

alt

সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাঙ্গণে সুখ্যাতি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন তিনি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন।নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপলবী পরিষদ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যšত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে তৎকালিন নিউক্লিয়াস। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয়বাংলা বাহিনী।’ ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙ্গে পড়া পাকি¯তান শাসনের সমাšতরালে নিউক্লিয়াস-এর পরিকল্পনা অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-বিগ্রেড, কৃষক-বিগ্রেড, সার্জেন্ট জহুর বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলাসহ সকল ¯েলাগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এ পরিকল্পনা গ্রহণে সিরাজুল আলম খানের মুখ্য ভূমিকা ছিল।

alt
তিনি প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন দেশে অসুস্থকালিন তার খোজ খবর নেয়ার জন্য। নিউইয়র্ক অবস্থানকালিন তার সাথে যোগাযোগ ৩৪৭-৩২৩-৪৪৭০/৬৪৬-২৬০-৪২১২/৭১৮-৮৬৪-৯৫৪৮-৯১৭-৫৪৪-৭২৭১/৬৪৬-২০৯-৫৮৫১/৭০২-৪২৭-৩০৭৬/৭১৮-৯২৬-৫৩৩৮/৭১৮-৬৭৯-১৪১৭/৯১৭-৮৩৭-৪৭০০ এবং ৯১৭-৪০০-৪০৬০। তিনি একমাস নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানাগেছে। বাপসনিউজ।


আমেরিকায় জাজ মাল্টিমিডিয়ার চলচিত্র প্রদর্শনে ভূমিকা রাখবে ডিজিটাল ওয়ান মিডিয়া

রবিবার, ০২ অক্টোবর ২০১৬

Picture

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল ওয়ান মিডিয়ার চেয়ারম্যান এবং নিউইর্য়ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক এবং প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো।

alt
সংবাদ সম্মলেন আব্দুল আজিজ বলেন, বাংলাদেশের চলচিত্রে এখন অনেকটাই ক্রান্তিকাল চলছে। বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকে চলচিত্র নির্মাণ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিষয়টি অনুধাবন করে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের চলচিত্রের বিকাশ এবং ঐতিহ্য ধরে রাখার প্রয়াস হাতে নেই। ২০১১ সাল থেকে এ পর্যন্ত অন্তত ২৫ টি চলচিত্র নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া এবং আরো পাঁচটি চলচিত্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে শিকারী নামে চলচিত্রটি ব্যাপক প্রশংসিত হয়েছে।

alt
আব্দুল আজিজ বলেন, জাজ মাল্টিমিডয়ার এখন সময় এসেছে নির্মিত চলচিত্র আমেরিকায় হলগুলোতে প্রদর্শনের। আর সে পদক্ষেপ নিতে এগিয়ে এসেছে নিউইয়র্কের ডিজিটাল ওয়ান মিডিয়া।

alt

তারা যুক্তরাষ্ট্রে সে কাজটি করবে এবং বাংলা চলচিত্রের ব্যপ্তি ঘটাতে অগ্রণী ভূমিকা রাখবে। এ লক্ষে জাজ মাল্টিমিডিয়া এবং ডিজিটাল ওয়ান মিডিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আব্দুল আজিজ।

alt
সংবাদ সম্মেলনে জাকারিয়া মাসুদ জিকো বলেন, জাজ মাল্টিমিডয়ার সঙ্গে কাজ করতে পেরে আমরাও ধন্য। আমরা দীর্ঘদিন ধরে বাংলা চলচিত্রগুলো আমেরিকার মূলধারার হলগুলোতে প্রদর্শিত হউক সেটা প্রত্যাশা করেছিলাম। জাজ মাল্টিমিডয়ার কারণে এ প্রত্যাশা পূরণ হচ্ছে এবং এতে করে বাংলাদেশ যে আন্তর্জাতিক মানের চলচিত্র অব্যাহতভাবে নির্মাণ করতে পারে সেটি দেখবে বিশ্বের চলচিত্রপ্রেমিরা। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাপ্তাহিক আজকালের এসোসিয়েট এডিটর হাসানুজ্জামান সাকী।


আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের ছবিগ্রন্থ ‘সাদাকালো’র মোড়ক উম্মোচন

রবিবার, ০২ অক্টোবর ২০১৬

হাকিকুল ইসলাম খোকন ,মো:নাসির,ওসমান গনি, সুহাস বডুয়া,হেলাল মাহমুদ, বাপসনউিজ: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের ছবিগ্রন্থ ‘সাদাকালো’র মোড়ক উম্মোচন হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে প্রবাসে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উম্মোচন হয়।

Picture
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবু তাহের খোকন তার এই গ্রন্থে বাংলাদেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সুখ-দুঃখ, তাদের স্বপ্ন ও বঞ্চনার কথা তুলে ধরেছেন।‘সাদাকালো’র প্রকাশনা প্রতিষ্ঠান জয়িতা প্রকাশনীর কর্ণধার ও খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক ইয়াছিন কবীর জয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাংবাদিক আকবর হায়দার কিরণের প্রাণবন্ত সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘সাদাকালো’ গ্রন্থের সম্পাদক, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিক নিজাম চৌধুরী, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের।
  alt
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকন। এছাড়া ‘সাদাকালো’য় নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক কাজী মন্টু। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রবাসের জনপ্রিয় ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।অনুষ্ঠানে আবু তাহের খোকন বলেন, আমাদের দেশে অনেক অগণিত শিশু আছে জীবন যাদের অমলিন, অন্ধকারে আচ্ছন্ন, সাদাকালো।

alt

সুবিধাবঞ্চিত সেই ছেলেমেয়েদের জীবনের আকাশে সাত রঙের ঝলমলানি নেই। জীবনযাপনের পথ তাদের কাটায় ভরা। অবহেলা ও অনাদরে বেড়ে ওঠা এসব শিশুদের রঙিন স্বপ্ন একেবারে অনুপস্থিত। অথচ সব শিশুই সমানাধিকার নিয়ে জন্মায়। সমাজের বিত্তবানরা যাতে এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান, এ কারণেই ‘সাদাকালো’ প্রকাশের এই উদ্যোগ।
 alt
উল্লেখ্য, আবু তাহের খোকন ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিনের প্রধান আলোকচিত্র সাংবাদিক। প্রায় ৩০ বছর তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এ পর্যন্ত তিনি ২০টির বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।