![]() |
বাপ্স নিউজ : এথেন্স থেকে :Â গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে সোমবার বিশেষ কর্মসূচীর আয়োজন করা হয়। আয়োজনে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস, গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।দিবসটির তাৎপর্যের উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিতবাণী সমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। বাণী পাঠের পরে ঐতিহাসিক মুজিব নগর দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
 আলোচনাকালে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন বাংলাদেশের অভ্যূদয়ে ১৭ এপ্রিল ১৯৭১,মুজিব নগর দিবসের তাৎপর্যের কথা তুলে ধরেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণকরেন। রাষ্টদূত মুজিব নগর সরকারের তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, মুজিব নগর সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন দেশের সরকারের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে সময়োপযোগী, সাহসী এবং প্রজ্ঞাবান নেতৃত্ব প্রদান করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের বিভক্তি ভুলে ঐক্য বজায় রেখে দেশের জন্য কাজ করার কথা স্মরণ করিয়ে দেন রাষ্ট্রদূত।
< পূববর্তী | পরবর্তী > |
---|