logo

টরন্টোয় ‘জন্ম ঝড়ের বাংলাদেশ’ গ্রন্থ নিয়ে আলোচনা

শুক্রবার, ০৬ অক্টোবর ২০১৭

বাপ্ নিউজ : টরন্টো ,কানাডা থেকে : আগামী ৭ অক্টোবর শনিবার টরন্টোয় আয়োজিত হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী রচিত ‘জন্ম ঝড়ের বাংলাদেশ’ গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠান।টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ এর মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই আলোচনা অনুষ্ঠান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বখ্যাত কাদেরিয়া বাহিনীর সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। তাঁর রচিত মুক্তিযুদ্ধকালীন ও বিজয়ের অব্যবহিত সময়কার প্রামাণ্য স্মৃতিকথার সংকলন এই ‘জন্ম ঝড়ের বাংলাদেশ’ গ্রন্থটি।

Picture
অনুষ্ঠানে আলোচনা করবেন কবি ড. দিলারা হাফিজ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক তাজুল মোহাম্মদ, প্রাবন্ধিক ও সাহিত্য বিষয়ক গবেষক সুব্রত কুমার দাস ও পুরস্কারপ্রাপ্ত কথাশিল্পী সালমা বাণী।
তাঁর সময় ও মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা এবং শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন গ্রন্থকার ড. নূরুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদকে সম্মানিত কবি আসাদ চৌধুরী।


Copyright © 2010 Boston Bangla Newspaper.