logo

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম স্বপরিবারে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে

বুধবার, ৩১ মে ২০১৭

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নব্বইয়ের গণ-আন্দোলনের অন্যতম সংগঠক,বরিশাল জেলার বানারীপাড়ার-উজিরপুরের গনমানুষের রাজনীতিক প্রাণ, সৎ, ত্যাগী, নির্ভীক রাজপথের লড়াকু নেতা শাহে আলম স্বপরিবারে গত ২৯ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমিরাত এয়ারলাইনস যোগে নিউইয়র্কের জেএফকে আন্তজার্তিক এয়ারপোর্ট এসে পৌঁছলে তাদের ফুলেল অভ্যার্থনা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী বরিশালবাসী সহ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। খবর বাপসনিউজ।

Picture

শাহে আলম, বড় ছেলে  আনিল ওয়াসিফ ও সহধর্মিনী  আতিয়া আলম মিলি. ছবি:বাপসনিঊজ।

উল্লেখ্য, শাহে আলমের বড় ছেলে  আনিল ওয়াসিফ কানাডার টোরন্টো ইউনির্ভাসিটি থেকে অর্থনীতিতে সমমান গ্রেজুয়েশন করবেন ৮ জুন বৃহষ্পতিবার।

alt
ছেলের গ্রেজুয়েশনে আমন্ত্রিত হয়ে অংশ নিতে শাহে আলম সহধর্মিনী  আতিয়া আলম মিলি ও ছোট ছেলে আরাফ ইয়াসিরকে নিয়ে ৩ জুন শনিবার সকাল ৭টায় নিউইয়র্ক লাগডিয়া এয়ারপোর্ট থেকে কানাডার টোরন্টো পৌছবেন। ১৬ জুন পর্যন্ত কানাডা সফরে বিভিন্ন দর্শনীয় সহান পরিদর্শন ও প্রবাসীদের সাথে সৌজন্যে মতবিনিময় শেষে ১৭ জুন বাফলোতে একদিন সফর শেষে ১৮ জুন নিউইয়র্ক প্রত্যাবর্তন করবেন।

alt

বিমানের ভিতরে জেএফকেতে  শাহে আলম, ছোট ছেলে আরাফ ইয়াসির ও সহধর্মিনী  আতিয়া আলম মিলিকে দেখায়াচেছ।ছবি:বাপসনিঊজ।

নিউইয়র্ক  দুদিন অবস্থানের পর ২০ জুন মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।যোগাযোগ ঃ ফোন ঃ ৭২৭-৩৯৬-৫৯৯১।


Copyright © 2010 Boston Bangla Newspaper.