logo

মূলধারায় খোকন ও দেলওয়ার কুইন্স কাউন্টি ইয়াং ডেমোক্রেট সামার গেইম নাইট

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

বাপসনিঊজ:গত ১২ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় দ্যা দিটি ( ৩৫-০৩, ডিটমাস ব্লুবার্ড, এষ্টোরিয়া, নিউইয়র্ক, এনওয়াই-১১১০৫)। এ মুলধারায় “কুইন্স কাউন্টি ইয়াং ডেমোক্রেট” পার্টির সামার গ্রেইম নাইট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাবেক ব্যাঙ্কার মূলধারার এক্টিভিষ্ট দেলওয়ার মানিক । খবর বাপসনিউজ।

alt

ছবিতে মাঝে সভাপতি ট্রেসি, বামে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও ডানে দেলওয়ার মানিক। ছবিঃবাপসনিউজ।

সভাপতি মিস ট্রেসি দুই বাঙ্গালী আমেরিকানকে স্বাগত জানান এবং তাদের ধন্যবাদ জানান।

alt

ছবিতে মাঝে ব্রিয়ানা মুলিগন, ডানে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বামে দেলওয়ার মানিক। ছবিঃবাপসনিউজ।

কিউসিওয়াইডি কমিউনিকেশ প্রতিনিধি ব্রিয়ানা মুলিগান মুলধারায় বাঙ্গালী- আমেরিকান  খোকন ও মানিক দীর্ঘদিন যাবৎ সততার সাথে কাজ করছেন এজন্য প্রসংশা করেন।

alt

ছবিতে মাঝে ডেভিড এরোনভ, ডানে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও বামে মানিক মানিক। ছবিঃবাপসনিউজ।
কিউসিওয়াইডি সাধারন সম্পাদক ডেবিড এরোনভ শুভেচ্ছা জ্ঞাপন করেন। সামার গেইম নাইট এ প্রায় শতাধিক লোকের সমাগম হয়েছিল।

alt

বক্তব্য রাখেন সভাপতি ট্রেসি, পাশে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও দেলওয়ার মানিকসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।

কৌতুক ও বিংগো গেইম খেলা অনুষ্ঠিত হয়।

alt

নৈশভোজের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।


Copyright © 2010 Boston Bangla Newspaper.