logo

গ্রন্থ প্রণেতা এম জসিমউদ্দিন নিউইয়র্ক ফিরেছেন

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

Picture

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ফকির আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দিলদার হোসেন, বাংলা একাডেমীর পরিচালক ও নাট্য ব্যাক্তিত্ব শাহদাত হোসেন নিপু, বাসস এর ষ্টাফ রিপোর্টার এনামুল  হক বাবুল, বিশিষ্ট ফ্রিলেন্স সাংবাদিক জামাল উদ্দিন জামাল, জনকন্ঠের এজিএম জাহাঙ্গীর আলম, অনলাইন পত্রিকার সাংবাদিক নূর মামুন, আওয়ামীলিগের সহ সাধারন সম্পাদক (উপ কমিটি) মঞ্জুরুল ইসলাম মিঠু,বিশিষ্ঠ অভিনেতা ও নাট্য সংগঠক কামরুল হাসান বাবুল, বিশিষ্ট চিত্র গ্রাহক এমজিএস সোহেল রানা, সমাজ সেবক এজাজ আহমদ,আওয়ামীলিগের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিটু, খিলগাঁও এর বিশিষ্ট সমাজ সেবক অব্দুল মান্নন।এম জসীমউদ্দিন ঢাকায় অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন মতবিনিময় সভা ও সেমিনারে অংশ নেন।

alt
 গত ২৩ এপ্রিল সোমবার সকাল ৯টায় তিনি ঢাকা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তজার্তিক এয়ারপোর্ট এসে পৌছলে তাকে প্রবাসী লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও প্রবাসীরা তাকে স্বাদর অভ্যর্থণা জ্ঞাপন করেন।উল্লেখ ৮০ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেন সিকদার প্রেস এন্ড-পাবলিকেশনস-এর একটি প্রকাশনা সংস্থা আকাশ প্রকাশনী থেকে। প্রকাশক আলমগীর সিকদার লোটন ও নুর জাহান পুনম।প্রচ্ছদ করেছেন নিউইয়র্ক প্রবাসী ডিজাইনার কেসি মং। বইটির মুল্য রাখা হয়েছে দুইশত টাকা। প্রতি কপি বইয়ের বিক্রিত টাকা থেকে পাঁচ টাকা ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে অনুদান পাবে।পরিচ্ছন্ন ও সহজ ভাষায় প্রকাশিত গ্রন্থটি বিশেষভাবে বিভিন্ন পাঠক মহলে প্রশংসীত হয়েছেন।


Copyright © 2010 Boston Bangla Newspaper.