logo

ফরিদা ইয়াসমীনের হাতে প্রবাস মেলার কপি

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

Picture

যুক্তরাষ্ট্র প্রতিনিধি,বাপসনিউজ : গত ৩১ জানুয়ারী শনিবার অপরাহ্নে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ভেলাজিনো পার্টি হলে অনুষ্ঠিত পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেঃ গর্ভনর পদপ্রার্থী ডেমোক্রেট প্রাইমারী মনোনয়নের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাউথ এশিয়ান আইল্যান্ডার বিষয়ক সাবেক উপদেষ্ঠা ও পিলাডেলপিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র ড. নীনা আহমদ-এর ফান্ডরেইজিং অনুষ্ঠানে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনের হাতে প্রবাস মেলার কপি উপহার তার হাতে তুলে দেন প্রবাস মেলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।খবর বাপসনিঊজ।

alt

ছবিতে  ফরিদা ইয়াসমীকে প্রবাস মেলার কপি দিচ্ছেন হাকিকুল ইসলাম খোকন। ছবি : বাপসনিউজ।

পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত দেশের প্রথম এবং একমাত্র পাক্ষিক ম্যাগাজিন। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা নিয়মিতভাবে পত্রিকাটিতে তুলে ধরা হচ্ছে। প্রবাসীরা প্রবাস জীবনের অনুভ’তি অভিজ্ঞতা নিয়ে যে কোন লেখা পাঠাতে পারেন ( এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। )| 


Copyright © 2010 Boston Bangla Newspaper.