logo

মাহবুব আলী বুলুর আশু রোগ মুক্তি কামনা

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

বাপ্ নিউজ : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে :বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটির প্রিয় মুখ মাহবুব আলী বুলু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লং আইল্যান্ড জুইন্স হাসপাতালে চিকিৎসাধাণী রয়েছেন। মাহবুব আলী বুলুর দ্রুত সুস্থ্যতা কামনায় সকল প্রবাসীদের নিকট দেয়া চেয়ে অনুরোধ জানিয়েছেন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির পৃষ্টপোষক মন্ডলী, শিক্ষাবিদ ড. মোঃ আজিজুল ইসলাম, ডাঃ হামিদুজ্জামান, ডাঃ রেহানা জামান, তরিৎ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. তৌহিদ জামান, সংগঠনের সভাপতি আলতামাস বাবুল, সাধারণ সম্পাদক নূর ইসলাম বর্ষন, উপদেষ্টা আজহারুল হক, বেবী তালুকদার, ভাইস প্রেসিডেন্ট সহিদ প্রমানিক, ওবায়দুল আলম, ফরহাদ হোসেন, শফিকুল হুদা সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

Picture


উল্লেখ্য যে, জনাব বুলুর নেতৃত্বে বিগত ১৯৯৩ সালে সর্ব প্রথম প্রবাসে বৃহত্তর রংপুর তথা গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম, রংপুর সদর, নীলফামারী প্রবাসীদের একত্রিত করে সংগঠনের গোড়া পত্তন করেন। তাই সংগঠনের নেতৃত্বে তিনি প্রবাসে ২০০১ সালে প্রথম লোক সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত করেন। যা অদ্যাবধি চলমান। এছাড়া তিনি ডাউন টাউন বিজনেস এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় জাপা ভাইস চেয়ারম্যান এর দায়িত্বে রয়েছেন। জনাব বুলু সাহেব প্রেসিডেন্ট এরশাদের একজন বিশ্বস্ত ও প্রিয়ভাজন কাছের মানুষ ছিলেন। সদাশয় হাঁসি খুশি হিসেবে দেশ ও প্রবাসীদের কাছে তিনি একজন প্রিয়জন হিসেবে পরিচিত। নিজের শত ব্যস্ততার মাঝে তিনি মানুষের উপকারে এগিয়ে আসতে কুণ্ঠবোধ করতেন না। আমরা বুলুর আশু রোগ মুক্তি কামনা করি।


Copyright © 2010 Boston Bangla Newspaper.